‘আমি খালা হচ্ছি, সাংবাদিকরা হচ্ছেন মামা’

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ জানুয়ারি ২০২২, ১২:৫৬
অ- অ+

মা হচ্ছেন চিত্রনায়িকা পরীমনি। সন্তানের বাবা অভিনেতা শরিফুল রাজ। গত সোমবার সোশ্যাল মিডিয়ায় পরীমনি নিজে এই সুখবর জানান। এরপর থেকেই অভিনেত্রীকে শুভেচ্ছা ও শুভকামনা জানাচ্ছেন অনুরাগী থেকে শুরু করে তার সহকর্মীসহ অন্য তারকারাও।

সেই ধারাবাহিকতায় এবার পরীমনির মা হওয়ার খবরে তাকে শুভকামনা জানালেন অভিনেত্রী ও সাবেক লাক্স তারকা ফারিয়া শাহরিন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে তিনি পরীমনির এমন সাহসী পদক্ষেপের ভূয়সী প্রশংসাও করেছেন।

ফারিয়া শাহরিন লিখেছেন, ‘আমি খালা হচ্ছি, আর সব সাংবাদিকরা মামা হচ্ছেন। ব্যাপারটা খুবই আনন্দের। পরীমনি ও রাজের জন্য অনেক অনেক শুভ কামনা। এতো সাহসী পদক্ষেপের জন্য কলিজা লাগে ভাই।’

পরীমনিকে বড় নায়িকা উল্লেখ করে ফারিয়া লিখেছেন, ‘এতো বড় নায়িকা হয়েও ক্যারিয়ারের এই পর্যায়ে মা হওয়ার সিদ্ধান্ত নিতে সবাই পারে না। পরীমনি দেখেই পারলো। ভালো থাকুক এই লাভ বার্ড। ভালোভাবে দুনিয়ায় আসুক তাদের অনাগত সন্তান। অনেক অনেক শুভকামনা রইলো।’

২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়ে শোবিজে পথচলা শুরু করেন ফারিয়া শাহরিন। এরপর বাংলালিংকের ‘কথা দিলাম’ প্যাকেজের বিজ্ঞাপনচিত্র তার পরিচিতি বাড়িয়ে দেয়। সেই থেকে তিনি নিয়মিত বিজ্ঞাপনচিত্র ও নাটকে অভিনয় করছেন।

ঢাকাটাইমস/১২জানুয়ারি/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোহাম্মদপুরে সেনাবাহিনীর হাতে চাঁদাবাজ গ্রেপ্তার
আরেকজন ফ্যাসিস্ট বিরোধী অফিসার পেল ডিবি: ইলিয়াসের পোস্ট
মোহাম্মদপুরে বিশেষ অভিযান, হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ২০
যুক্তরাষ্ট্রের মিনেসোটায় ক্যাথলিক স্কুলে হামলা, নিহত ৩
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা