আবারও বরিশালকে ট্রফি এনে দেওয়ার আশ্বাস দিলেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ০১:০৫ | প্রকাশিত : ১৯ জানুয়ারি ২০২২, ০০:৩৬

ফরচুন বরিশালের সঙ্গে চুক্তিতে আবদ্ধ হওয়ার দিন সাকিব বলেছিলেন ট্রফি নিয়েই বরিশালে যেতে চান তিনি। জার্সি উন্মোচন অনুষ্ঠান মঙ্গলবার আবারও একই কথা জানালেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

এ বিষয়ে সাকিব বলেন, ‘আজকে ফরচুন বরিশালের জার্সি উন্মোচন হলো। আমরা সবাই খুব খুশি। এখানে আমাদের দলের সব সদস্যরাই আছেন। সবাই খুব ফিট আছেন। আশা করি আমরা বরিশালবাসীকে এবারের ট্রফিটা দিতে পারব।’

মঙ্গলবার বঙ্গবন্ধু প্রিমিয়ার লিগে (বিবিপিএল) অংশ নিতে যাওয়া ফরচুন বরিশাল দলের জার্সি উন্মোচন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। রাজধানীর হোটেল শেরাটনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এর আগে অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক শিল্পমন্ত্রী, সংসদ সদস্য ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুসহ উপস্থিত অতিথিরা ফরচুন বরিশালের জার্সি উন্মোচন করেন। এ সময় সাকিব আল হাসানের হাতে তিনি দলটির ফ্ল্যাগও তুলে দেন।

পরে এক প্রশ্নোত্তর পর্বে অংশ নেন সাকিব আল হাসান এবং দলটির কোচ জাতীয় দলের সাবেক ক্রিকেটার খালেদ মাহমুদ সুজন।

ফরচুন বরিশালের টিম কম্বিনেশন নিয়ে সাকিব আল হাসন বলেন, ‘আমাদের দলের কম্বিনেশন অনেকক ভালো। এখন আমরা আমাদের কোনো সমস্যা দেখছি না। খেলা শুরু হলে সমস্যাগুলো খুঁজে বের করব। তখন সেগুলো কাটিয়ে উঠার চেষ্টা করব ‘

বঙ্গবন্ধু প্রিমিয়ার লিগের এবারের আসরে ডিআরএস নেই। এই প্রসঙ্গে টাইগার অলরাউন্ডার সাকিব বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি) অনেক চেষ্টা করেছে। কিন্তু ডিআরএস আনা সম্ভব হয়নি। থাকলে অনেক ভালো হতো। যেহেতু সম্ভব হয়নি, তাই এভাবে মানিয়ে নিয়ে খেলা চালিয়ে যেতে হবে।’

উল্লেখ্য, জানুয়ারির ২১ তারিখে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের আসর। উদ্বোধনী ম্যাচেই মাঠে নামছে ফরচুন বরিশাল। এদিন তাদের বিপক্ষে মাঠে নামবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

(ঢাকাটাইমস/১৯জানুয়ারি/এমএম/এইচএফ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

লিটন রান না পেলেও তার কঠোর পরিশ্রমকে গুরুত্বপূর্ণ বললেন ব্যাটিং কোচ

তামিম-হৃদয়ের ব্যাটিং নিয়ে যা বললেন বাংলাদেশের ব্যাটিং কোচ

চট্টগ্রামে বিশ্রামের দিনে ‘পঞ্চপাণ্ডবের’ ছবি পোস্ট করে স্মৃতিকাতর মাহমুদউল্লাহ

একজন টেনিস খেলোয়াড় তৈরি করব, যার জন্য দেশবাসী গর্ব করবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী

টি-টোয়েন্টি বিশ্বকাপ: পাকিস্তান-ভারত ম্যাচের টিকিটের দাম বেড়ে দ্বিগুণ!

নিজেদের জয়ের সঙ্গে বার্সেলোনার পরাজয়ে আজই শিরোপা জিতবে রিয়াল

বিশ্বকাপজয়ী ডি মারিয়াকে দলে ভেড়ানোর চেষ্টায় মিয়ামি

জিম্বাবুয়েকে বড় ব্যবধানে হারানোর ম্যাচে জাকেরের গায়ে উঠল মেরুন জ্যাকেট

এবার বাজারে আসছে মেসির হাইড্রেশন পানীয়

বাংলাদেশের বিপক্ষে হারের কারণ হিসেবে যা বলছে জিম্বাবুয়ে

এই বিভাগের সব খবর

শিরোনাম :