নতুন ফোন-ল্যাপটপ কেনার পরিকল্পনা করছেন? জানুন কোনটা কিনবেন

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ জানুয়ারি ২০২২, ১২:০১
অ- অ+

নতুন বছরের শুরুতেই বাজারে আসছে অত্যাধুনিক সব ডিভাইস। ফলে অনেকেই ফোন-ল্যাপটপ কেনার পরিকল্পনা করছেন।

স্মার্টফোন, ল্যাপটপ, ট্যাবলেট, স্মার্ট টিভি ও অন্যান্য ইলেকট্রনিক প্রোডাক্টে দুর্দান্ত ছাড় চলছে এখন।

বিগত কয়েক বছরের মতোই ২০২২ সালেও একের পর এক নতুন স্মার্টফোন বাজারে আসবে। চলতি বছরে প্রায় সব ফ্ল্যাগশিপ ফোনে থাকবে লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ জেন১ অথবা মিডিয়াটেক ডিমেনসিটি ৯০০০ অথবা এক্সিনোস ২২০০ চিপসেট।

এই সব ফোনেই অত্যাধুনিক প্রযুক্তির সঙ্গেই নতুন ডিজাইন দেখা যাবে। এছাড়াও পুরনো জেনারেশনের চিপসেট আগের থেকে সস্তা হবে। ফলে নতুন ফোন লঞ্চ হলে গত বছর লঞ্চ হওয়া ফোনগুলো আগের থেকে সস্তা হবে।

শুধুমাত্র স্মার্টফোন নয়, ল্যাপটপের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য। ইনটেল, এএমডি ও এনভিডিয়া ইতিমধ্যেই তাদের পরিবর্তী জেনারেশনের প্রসেসর ও গ্রাফিক্স কার্ড নিয়ে হাজির হয়েছে। কয়েক সপ্তাহের মধ্যেই নতুন প্রসেসর ও গ্রাফিক্স কার্ড সহ একাধিক ল্যাপটপ বাজারে এসে যাবে। নতুন এই ল্যাপটপগুলোতে নিঃসন্দেহে আগের থেকে ভালো পারফর্মেন্স পেয়ে যাবেন।

শিগগিরই ইনটেল টুয়েলভথ জেন ও এএমডি রাইজেন ৬০০ সিরিজের প্রসেসর সহ নতুন ল্যাপটপ বাজারে আসবে। এছাড়াও রেডিয়ন ৬০০ সিরিজ ও আরটিএক্স ৩০৭০ টিআই ও আরটিএক্স ৩০৮০ টিআই গ্রাফিক্স কার্ড দেখা যাবে বিভিন্ন ল্যাপটপে। এই মুহূর্তে বিশ্বের সবথেকে শক্তিশালী গ্রাফিক্স কার্ড আরটিএক্স ৩০৮০ টিআই।

(ঢাকাটাইমস/২৩জানুয়ারি/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইশরাককে দ্রুত শপথ না পড়ালে বৃহত্তর আন্দোলনের সতর্কতা সালাহউদ্দিনের
জামালপুরে দুই ইটভাটা গুঁড়িয়ে দিলো প্রশাসন, জরিমানা ২ লাখ
পুলিশের এসপি পদমর্যাদার ১৭ কর্মকর্তাকে বদলি, ১০ জন পেলেন অতিরিক্ত ডিআইজির দায়িত্ব
ট্রাম্পের নতুন আইন, অন্য দেশে রেমিট্যান্স পাঠাতে লাগবে পাঁচ শতাংশ কর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা