রাজশাহীতে হেরোইনসহ যুবক গ্রেপ্তার

রাজশাহী ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ জানুয়ারি ২০২২, ১৬:২৪

রাজশাহী মহাগরীতে হেরোইনসহ মিঠু রানা (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে তাকে রায়পাড়া মোড়ে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মিঠু রানার বাড়ি গোদাগাড়ীর হরিশংকঙ্করপুর গ্রামে।

বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ পারভেজ।

তিনি বলেন, মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা এলাকায় রাতে ডিউটি করছিলেন পুলিশের উপপরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন, উপপরিদর্শক শাহীনুর ইসলাম ও তার দল। ওই সময় এক মোটরসাইকেল আরোহীকে সন্দেহ হয় তাদের। তাকে থামার সংকেত দেন তারা। কিন্তু ওই ব্যক্তি না থেমে মোটরসাইকেলের গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করে। এতে তৎপর পুলিশ সদস্যরা তাকে চারিদিক থেকে ঘেরাও করে আটক করে।

পরে তার মোটরসাইকেলটি তল্লাশি করে বাইকের তেলের ট্যাংকির ভেতর থেকে পাঁচ হেরোইনের প্যাকেট উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৫০ লাখ টাকা। এসময় মাদক বহনের কাজে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয় বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

ওসি জানান, তার বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় একটি মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে দুপুরের দিকে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/২৬জানুয়ারি/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :