নতুন প্রেমে রণদীপ হুদা, জানুন প্রেমিকার পরিচয়

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ মার্চ ২০২২, ১২:২৩
অ- অ+

একাধিক সম্পর্ক নিয়ে বর্তমানে সরগরম বলিউড। সেই তালিকায় নতুন সংযোজন ‘হাইওয়ে’ তারকা রণদীপ হুডা। শোনা যাচ্ছে, অভিনেত্রী লিন লাইশরামের প্রেমে মজেছেন এই নায়ক। মণিপুরের মেয়ে লিন ‘ওম শান্তি ওম’, ‘রেঙ্গুন’, ‘মেরি কম’-এর মতো ছবিতে অভিনয় করেছেন।

রণদীপ এবং লিন লাইশরামের সম্পর্ক প্রায় আট মাস ধরে গভীর হয়েছে বলে গুঞ্জন। যদিও দুজনে লিভ ইন সম্পর্কে রয়েছেন, এমন কোনো খবর নেই। তবে রণদীপের ঘনিষ্ঠ মহলে লিন বেশ পরিচিত।

কয়েক মাস আগে লিনের জন্মদিন পালন করতে তাকে নিয়ে মধ্যপ্রদেশ ছুটে গিয়েছিলেন অভিনেতা রণদীপ হুদা। এ নিয়ে অবশ্য মুখ খোলেননি তিনি।

আলিয়া ভাটের ‘হাইওয়ে’ ছবির নায়ক রণদীপ হুদার ব্যক্তিগত জীবন অনেক বারই শিরোনামে এসেছে। লিনের আগে নীতু চন্দ্রের সঙ্গে প্রায় তিন বছর সম্পর্কে ছিলেন অভিনেতা। তারও আগে ২০০৬ সালে সুস্মিতা সেনের সঙ্গে সম্পর্ক ভাঙে রণদীপের।

ঢাকাটাইমস/২২ মার্চ/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২০৩০ সালের মধ্যে ১৫০ পৌরসভায় শেষ হবে বর্জ্য ব্যবস্থাপনার কাজ: অতিরিক্ত প্রধান প্রকৌশলী
উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল মারল কে?
কিছু ঘটলেই যমুনায় যাওয়ার প্রবণতা সহ্য করা হবে না: উপদেষ্টা মাহফুজ 
সিলেট থেকে ৪১৮ যাত্রী নিয়ে মদিনায় গেল প্রথম হজ ফ্লাইট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা