নতুন প্রেমে রণদীপ হুদা, জানুন প্রেমিকার পরিচয়

একাধিক সম্পর্ক নিয়ে বর্তমানে সরগরম বলিউড। সেই তালিকায় নতুন সংযোজন ‘হাইওয়ে’ তারকা রণদীপ হুডা। শোনা যাচ্ছে, অভিনেত্রী লিন লাইশরামের প্রেমে মজেছেন এই নায়ক। মণিপুরের মেয়ে লিন ‘ওম শান্তি ওম’, ‘রেঙ্গুন’, ‘মেরি কম’-এর মতো ছবিতে অভিনয় করেছেন।
রণদীপ এবং লিন লাইশরামের সম্পর্ক প্রায় আট মাস ধরে গভীর হয়েছে বলে গুঞ্জন। যদিও দুজনে লিভ ইন সম্পর্কে রয়েছেন, এমন কোনো খবর নেই। তবে রণদীপের ঘনিষ্ঠ মহলে লিন বেশ পরিচিত।
কয়েক মাস আগে লিনের জন্মদিন পালন করতে তাকে নিয়ে মধ্যপ্রদেশ ছুটে গিয়েছিলেন অভিনেতা রণদীপ হুদা। এ নিয়ে অবশ্য মুখ খোলেননি তিনি।
আলিয়া ভাটের ‘হাইওয়ে’ ছবির নায়ক রণদীপ হুদার ব্যক্তিগত জীবন অনেক বারই শিরোনামে এসেছে। লিনের আগে নীতু চন্দ্রের সঙ্গে প্রায় তিন বছর সম্পর্কে ছিলেন অভিনেতা। তারও আগে ২০০৬ সালে সুস্মিতা সেনের সঙ্গে সম্পর্ক ভাঙে রণদীপের।
ঢাকাটাইমস/২২ মার্চ/এএইচ

মন্তব্য করুন