কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন বাকৃবি শিক্ষক জাকির হোসেন

নানা প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচাই-বাছাই শেষে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বর্তমান ছাত্রবিষয়ক উপদেষ্টা ও ফসল উদ্ভিদ বিজ্ঞান বিজ্ঞান বিভাগের শিক্ষক প্রফেসর ড.এ.কে.এম. জাকির হোসেন। রাষ্ট্রপতির এক আদেশে তিনি এই নিয়োগ পেয়েছেন। নতুন এই উপাচার্য প্রফেসর ড.এ.কে.এম. জাকির হোসেন আজ মঙ্গলবার (২৬ এপ্রিল) রাষ্ট্রপতির পক্ষে উপ-সচিব মোছা রোখসানা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের উদ্ধৃতি দিয়ে এই তথ্য নিশ্চিত করেছেন। এ পদে তার কর্মকালের মেয়াদ হবে চার বছর।
বিশিষ্ট শিক্ষানুরাগী মো. মকবুল হোসেন ও জামিলা খানম এর পুত্র প্রফেসর ড.এ.কে.এম. জাকির হোসেন ১৯৬৯ সনের ২৮ সেপ্টেম্বর রংপুর জেলার বদরগঞ্জ থানার অন্তর্গত উত্তর বাউচান্দি,পাকের মাথা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে প্রফেসর ড.এ.কে.এম. জাকির হোসেন বিবাহিত, তাঁর স্ত্রী প্রফেসর ড. ফৌজিয়া সুলতানা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পোল্ট্রি বিজ্ঞান বিভাগের শিক্ষক এবং তিনি দুই পুত্র সন্তানের জনক।
বর্ণাঢ্য কর্মজীবনের অধিকারী প্রফেসর ড.এ.কে.এম. জাকির হোসেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষিতে স্নাতক ও ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগ থেকে এম.এস ডিগ্রী লাভ করেন । পরে তিনি গিফু ইউনিভার্সিটি, জাপান (The Gifu University, Japan) থেকে প্ল্যান্ট ফিজিওলজি এন্ড বায়োকেমিষ্ট্রি বিষয়ে পিএইচ.ডি এবং জাপান ইন্টারন্যাশনাল রিসার্চ সেন্টার ফর এগ্রিকালচারাল সায়েন্স (Japan International Research Center for Agricultural Sciences, Tsukuba, Japan) থেকে পোস্ট ডক্টরাল সম্পন্ন করেন । ১৯৯৭ সনে প্রফেসর ড.এ.কে.এম. জাকির হোসেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগে শিক্ষকতা পেশায় নিযুক্ত হন।
সফল কর্মজীবনের অধিকারী প্রফেসর ড.এ.কে.এম. জাকির হোসেন, ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগ ও সীড সায়েন্স এন্ড টেকনোলজী বিভাগীয় প্রধান, বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেনের কিউরেটর, প্রোক্টর, পরিচালক, বিশ্ববিদ্যালয় সিকিউরিটি কাউন্সিল, পরিচালক পরিবহন শাখা, সাধারণ সম্পাদক বিশ্ববিদ্যালয় ক্লাব, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচিত যুগ্ম সম্পাদক ও সহ সভাপতি,সিনিয়র সহ-সভাপতি বঙ্গবন্ধু ফাউন্ডেশন,বাকৃবি এবং শিক্ষা ও গবেষণা কাজের পাশাপাশি বিভিন্ন প্রশাসনিক দায়িত্বসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন।
প্রফেসর ড.এ.কে.এম. জাকির হোসেন ছাত্রজীবনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হল ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন।
তিনি বাংলাদেশ অাওয়ামীলীগের বন ও পরিবেশ উপ কমিটির সদস্য হিসেবে কাজ করছেন।
এছাড়া কৃষিবিদ ইন্সটিটিউশন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও ওয়ান বাংলাদেশের সহ সভাপতির দায়িত্ব পালন করছেন।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সিন্ডিকেট সদস্য ও বর্তমানে বেগম ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয় ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের গর্ভনিং বডির সভাপতি ও বায়োলজি অলিম্পিয়াড ময়মনসিংহ বিভাগীয় সভাপতির দায়িত্ব পালন করছেন।পাশাপাশি রংপুর সমিতি,ময়মনসিংহ বিভাগের সভাপতির দায়িত্ব পালন করছেন।
(ঢাকাটাইমস/২৬এপ্রিল/এআর)

মন্তব্য করুন