রুবলে রাশিয়ার গ্যাস কিনবে জার্মান গ্যাস কোম্পানি ইউনিপার

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ এপ্রিল ২০২২, ১০:৫৫
অ- অ+

ইউক্রেনে সামরিক অভিযানকে কেন্দ্র করে রাশিয়ার ওপর নজিরবিহীন নিষেধাজ্ঞা আরোপ করেছে পশ্চিমা বিশ্ব। এর পাল্টা প্রতিক্রিয়ায় ‘অবন্ধু’ দেশগুলোর সঙ্গে ডলারের পরিবর্তে রুবলে গ্যাস লেনদেনের ঘোষণা দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।শুরুতে রুবলে গ্যাস ক্রয়ে অস্বীকৃতি জানালেও অবশেষে রাশিয়ার প্রস্তাবে সাড়া দিতে শুরু করেছে ইউরোপের বেশ কয়েকটি দেশ ও গ্যাস কোম্পানি। ইতোমধ্যে, জার্মানির এক গ্যাস কোম্পানি রুবলে গ্যাস আমদানির ঘোষণা দিয়েছে।খবর বিবিসির।

জার্মান গ্যাস কোম্পানি ইউনিপার জানিয়েছে, তারা ইউরোতেই গ্যাসের মূল্য পরিশোধ করবে, যা আবার রুবলে রূপান্তরিত হবে। শুধু ইউনিপার নয়, ইউরোপের অন্যান্য জ্বালানি কোম্পানিও এই পথে হাঁটার চিন্তা করছে বলে জানা গেছে।

তবে কোম্পানিটির এ ধরনের সিদ্ধান্তে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগ উঠেছে। তবে ইউনিপার বলেছে, এতে নিষেধাজ্ঞা লঙ্ঘিত হচ্ছে না।

কোম্পানির এক মুখপাত্র জানান, নিষেধাজ্ঞা লঙ্ঘন না করে কীভাবে মুদ্রা রূপান্তর করা যায়, তারা সেই চেষ্টা করছেন।

আর রাশিয়ার গ্যাস ছাড়া স্বল্প মেয়াদে কোম্পানিটির পক্ষে চলাও সম্ভব না বলে জানিয়েছে ইউনিপার।

(ঢাকাটাইমস/২৯এপ্রিল/আরআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তরুণদের নিয়ে আবার গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে নামতে হবে: মজনু
সেলিব্রিটি ক্রিকেট লিগে অশ্লীলতা: ৬ মডেল ও ৩ নির্মাতাকে আইনি নোটিশ
জামায়াতের নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে আপিলের রায় ১ জুন
প্রতিবন্ধী উন্নয়নে দেশব্যাপী ডাটা সংগ্রহ শুরু, সিলেট সেবাকেন্দ্রে পরিদর্শন টিম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা