ঈদ শুভেচ্ছায় যে আহ্বান জানালেন বাপ্পি

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ মে ২০২২, ১০:২৯| আপডেট : ০৩ মে ২০২২, ১০:৪৪
অ- অ+

ঢালিউডের এই সময়ের জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। তিনি মুসলিম নন, সনাতন ধর্মাবলম্বী। তবু ভেদাভেদ ভুলে সবাইকে জানিয়েছেন ঈদের শুভেচ্ছা। পাশাপাশি ঈদে মুক্তিপ্রাপ্ত সবগুলো সিনেমা দেখার জন্য সকলকে আহ্বানও জানিয়েছেন।

না, এবারের ঈদে বাপ্পির কোনো সিনেমা মুক্তি পাইনি। মুক্তি পেয়েছে শাকিব খানের ‘বিদ্রোহী ও ‘গলুই’, সিয়াম আহমেদের ‘শান’ এবং নতুন একটি জুটির ‘বড্ড ভালোবাসি’ নামে আরেকটি সিনেমা। বাপ্পি এই চারটি সিনেমাই দেখার আহ্বান জানিয়েছেন।

চাঁদরাতে নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়ে অভিনেতা লিখেছেন, ‘ঈদ মানে হাসি, ঈদ মানে খুশি। ঈদের আনন্দকে আরো গতিময় করতে পরিবার নিয়ে হলে গিয়ে উপভোগ করুন বাংলা সিনেমা।’

আরও লিখেছেন, ‘বিদ্রোহী’, ‘শান’, ‘গলুই’ ‘বড্ড ভালোবাসি’ এগুলো আমাদেরই ছবি। দর্শকদের প্রতি আহবান জানাই পরিবার নিয়ে দলে বলে হলে আসুন। আপনারাই পারেন সিনেমা শিল্পকে বাঁচাতে। সিনেমাগুলোর সঙ্গে জড়িত প্রত্যেকের প্রতি রইলো শুভ কামনা। ‘ঈদ মোবারক’।

বাপ্পির মুক্তিপ্রাপ্ত সবশেষ সিনেমা ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’। সেখানে তিনি প্রথমবার জুটি বাঁধেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে। সিনেমাটি পরিচালনা করেন দেবাশীষ বিশ্বাস। গত ১১ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছিল সিনেমাটি।

(ঢাকাটাইমস/০৩ মে/এএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাসে করে ঢাকায় ইয়াবা আনছিল দুই কারবারি, যাত্রাবাড়ীতে গ্রেপ্তার
মাদকমুক্ত সমাজ গড়তে দরকার সবার ঐক্য ও আন্তরিকতা: আমিনুল হক 
সাতক্ষীরায় আত্মপ্রকাশ করল ‘৩৬ জুলাই ঐক্য সংসদ’
গণমাধ্যমের স্বাধীনতা এখনও নিশ্চিত হয়নি, সাংবাদিকদের ওপর হামলা-হয়রানি অব্যাহত রয়েছে: টিআইবি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা