পাবনায় মাকে পিটিয়ে হত্যার পর মুখে বিষ দিল ছেলে

জ্যেষ্ঠ প্রতিবেদক, পাবনা
  প্রকাশিত : ১৫ জুন ২০২২, ১৪:৩২
অ- অ+

টাকা চেয়ে না পেয়ে নিষ্ঠুর ছেলে মাকে নির্দয়ভাবে পিটিয়ে হত্যার পর মুখে দিল বিষ। মঙ্গলবার রাতে পাবনার আটঘরিয়া উপজেলার শ্রীকান্তপুর-পুকুরপাড়া গ্রামে এ নির্মম ঘটনাটি ঘটে।

নিহত সূর্য খাতুন (৪০) উপজেলার পুকুরপাড়া গ্রামের সিফাত প্রামানিকের স্ত্রী ও উপজেলার চাক্তরাপাশা গ্রামের মৃত আব্দুল জব্বারের মেয়ে।

নিহতের স্বজন ও স্থানীয়দের অভিযোগ, ছেলে সাইদুল টাকার জন্য অধিকাংশ সময়ই তার মাকে মারধর করত।

একপর্যায়ে মঙ্গলবার রাতে সাইদুল তার মাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে।

ঘটনাটি আত্মহত্যা উল্লেখ করে সুচতুর সাইদুল তার নিহত মায়ের মুখে বিষ ঢেলে আত্মহত্যার প্রচারণা চালায়।

নিহতের ভাই রওশন আলী অভিযোগ করেন, সাইদুল টাকার জন্য তার বোনকে মারধর করত। এ ঘটনায় এলাকায় একাধিকবার গ্রাম্য সালিশ বৈঠকও হয়েছে। তার বোনকে পিটিয়ে হত্যা করা হয়েছে উল্লেখ করে তিনি এর বিচার চান। ঘটনার পর থেকে সাইদুল পলাতক রয়েছেন।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, নিহতের শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন এবং মুখে বিষের গন্ধ পাওয়া গেছে।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।

(ঢাকাটাইমস/১৫জুন/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাইকেল কেনার জন্য ৩ হাজার টাকা চুরি, দেখে ফেলায় দুই খালাকে খুন
ফরিদপুর সদরপুরে তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার 
তদন্ত প্রতিবেদন: মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে ৫ অভিযোগ 
বগুড়ার শেরপুরে বিস্ফোরক মামলায় আ.লীগের তিন নেতা গ্রেফতার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা