যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় তিন পুলিশ নিহত

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ জুলাই ২০২২, ১২:৩৮
অ- অ+
ছবি-বিবিসি অনলাইন

যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যে বন্দুকধারীর গুলিতে তিন পুলিশ সদস্য নিহত হয়েছে। পারিবারিক সহিংসতায় অভিযুক্ত এক ব্যক্তির নামে জারি হওয়া পরোয়ানা তামিল করতে গিয়ে পুলিশ কর্মকর্তারা গুলিবিদ্ধ হয় বলে জানিয়েছে বিবিসি।

ঘটনার পর ৪৯ বছর বয়সী সন্দেহভাজন ল্যান্স স্টোরজকে পুলিশ তাদের হেফাজতে নেয়। কেন্টাকির পূর্বাঞ্চলীয় পাহাড়ি অংশে ১৬৬ অধিবাসী অধ্যুষিত ছোট শহর অ্যালেনে বৃহস্পতিবার রাতের এ ঘটনায় আরও চারজন আহত হয়েছে।

ফ্লয়েড কাউন্টির শেরিফ জন হান্ট বলেছেন, সন্দেহভাজন ওই ব্যক্তির বাড়ি পৌঁছানোর পর পুলিশ কর্মকর্তাদেরকে ‘নিখাদ নরকের’ মুখোমুখি হতে হয়েছিল।

নিহত তিন কর্মকর্তা হলেন, ডেপুটি উইলয়াম পেট্রি, ক্যাপ্টেন রাল্ফ ফ্রেসার ও কুকুর পরিচালনাকারী জ্যাকব শাফিনস।

গুলিতে শাফিনসের দায়িত্বে থাকা কে৯ ড্রাগো নামের কুকুরটিও মারা গেছে।

৩৯ বছর ধরে কেন্টাকির প্রেস্টনবার্গ পুলিশ বিভাগের সঙ্গে জড়িত ছিলেন ক্যাপ্টেন ফ্রেসার। তার মৃত্যুতে শোক জানিয়ে পুলিশ বলেছে, শেষ মুহূর্ত পর্যন্ত তিনি সম্মান ও গৌরবের সঙ্গে দায়িত্ব পালন করে গেছেন।

বৃহস্পতিবার স্থানীয় একটি আদালত স্টোরজের স্ত্রীকে পারিবারিক সহিংসতা থেকে সুরক্ষা দেওয়ার আদেশ দিয়ে একটি পরোয়ানা জারি করে। সেই পরোয়ানা তামিল করতে গিয়ে স্থানীয় সময় রাত ৭টার কিছু আগে মেইন স্ট্রিটে অবস্থিত স্টোরজের নির্জন বাড়িতে প্রবেশের পর নরাকীয় অবস্থার মুখোমুখি হন পুলিশ সদস্যরা।

সেখানে গুলাগুলি চলে প্রায় তিন ঘণ্টা ধরে। গোলাগুলি শেষে পরিবারের সদস্যদের মধ্যস্থতার পর সন্দেহভাজন স্টোরজকে হেফাজতে নেয় পুলিশ।

স্টোরজের বিরুদ্ধে দায়িত্বরত পুলিশ সদস্য ও দায়িত্বরত কুকুর হত্যা এবং একাধিক হত্যাচেষ্টার অভিযোগ দায়ের করা হয়। এ ঘটনার তদন্ত করছে কেন্টাকি রাজ্য পুলিশ।

(ঢাকাটাইমস/৩জুলাই/এসএটি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চট্টগ্রামে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৩ শ্রমিকের মৃত্যু
নির্বাচন পেছাতে ‘সংস্কার বিচারের’ নামে এখনও ষড়যন্ত্র চলছে: আমিনুল হক
এদেশের জনগণ পিআর পদ্ধতিতে নির্বাচন বুঝে না: সালাহউদ্দিন
রাজাকার নিয়ে স্লোগান দিলে সেটা চলে যায় জিয়াউর রহমানের বিরুদ্ধে: সৈয়দ ফয়জুল করীম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা