অপূর্ব-সাবিলার ‘এক্সচেঞ্জ রিটার্ন’

রাস্তা দিয়ে হেটে যাচ্ছিলেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। সেখানে বান্ধবীদের নিয়ে আড্ডা দিচ্ছিলেন সাবিলা নূর। তিনি অপূর্বকে দেখামাত্রই বান্ধবীদের নিয়ে সিটি বাজিয়ে উত্ত্যক্ত শুরু করেন। ২০২০ সালে এমনই দৃশ্য দেখা গিয়েছিল ‘এক্সচেঞ্জ’ নাটকে।
দুই বছরের মাথায় আবার ফিরে আসছে সেই দৃশ্য। অর্থাৎ, নির্মিত হয়েছে ‘এক্সচেঞ্জ’ নাটকটির সিক্যুয়েল। নাম ‘এক্সচেঞ্জ রিটার্ন’। প্রথমটির মতো এবারও মেজবাহ উদ্দীন সুমনের চিত্রনাট্যে নাটকটি নির্মাণ করবেন রুবেল হাসান। প্রযোজনাও করেছে যথারীতি সিএমভি।
প্রতিষ্ঠানটির কর্ণধার এস কে সাহেদ আলী পাপ্পু বলেন, ‘খুবই রূঢ় এই পুরুষতান্ত্রিক সমাজে নারীরা প্রতিনিয়ত কোথাও না কোথাও মুষ্টিমেয় পুরুষের দ্বারা নির্যাতিত হন। কিন্তু যদি একদিন প্রকৃতি এমন করে দিত যে, এই নির্যাতনের শিকার হচ্ছে ছেলেরা, তখন আসলে কেমন হতো।’
‘তখন নিশ্চয়ই পুরুষরা বুঝতে পারত নারীদের যন্ত্রণার কথা। এমন পরিকল্পনা নিয়েই আমাদের এই বিশেষ প্রজেক্ট। আমরা চাই, এ নাটকটির মাধ্যমে সমাজের কিছু পুরুষ অন্তত অনুভব করুক, নারীদের কষ্টের কথা।’
নাটকটি প্রসঙ্গে নির্মাতা রুবেল হাসান বলেন, ‘আর নয় যৌতুক, আর নয় নারী নির্যাতন। নারীদের ভালোবাসুন। পারিবারিক ভায়োলেন্স বন্ধ করুন। মূলত এ দিকটাই এবারের নাটকে তুলে ধরার চেষ্টা করেছি আমরা। ঈদে নাটকটি সিএমভির ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।’
(ঢাকাটাইমস/০৮ জুলাই/এএইচ)

মন্তব্য করুন