রাজশাহীতে ছেলের হাতে বাবা খুন

রাজশাহী ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ আগস্ট ২০২২, ২২:১৫
অ- অ+

রাজশাহীর চারঘাটে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বাবার হাতে ছেলে খুন হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার ঝিকড়াপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

চারঘাট উপজেলার সদরা ইউনিয়নের ঝিকড়াপাড়া গ্রামের বাবা আব্দুল কুদ্দুসের হাতে খুন হন তার ছেলে জাহাঙ্গীর আলম।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আব্দুল কুদ্দুসের দুইজন স্ত্রী রয়েছে। প্রথম স্ত্রীর ছেলে জাহাঙ্গীর আলম। আব্দুল কুদ্দুস দ্বিতীয় স্ত্রীর ছেলে-মেয়েদের জমিজমা লিখে দিলে প্রথম স্ত্রীর ছেলের সঙ্গে বিরোধ চলে আসছিল।

এরই সূত্র ধরে মঙ্গলবার সকালে পাট ক্ষেতের মধ্যে বাবা আব্দুল কুদ্দুস ও ছেলে জাহাঙ্গীরের মধ্যে দ্বন্দ্ব হলে বাবার হাতে থাকা হাসুয়া দিয়ে ছেলেকে আঘাত করেন। তাৎক্ষণিকভাবে স্থানীয়া তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় তিনি মৃত্যু বরণ করেন।

এই ঘটনায় বাবা আব্দুল কুদ্দুসকে আটক করা হয়েছে বলে চারঘাট থানার ওসি আব্দুল লতিফ জানান। তিনি আরো জানান এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

(ঢাকাটাইমস/১৬আগস্ট/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘ধামাকা শপিং’-এর চেয়ারম্যান এম আলীকে ধরে থানায় দিল জনতা
তারেক রহমানকে শরণখোলা বিএনপির নেতাদের চিঠি, কাউন্সিলে আঞ্জুমান আরার প্রার্থীতা বাতিলের দাবি
সনাতনী জনগণের মাঝে বিএনপির বার্তা পৌঁছে দিলেন কাজী আলাউদ্দিন
বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমেই দেশ পুনর্গঠন করতে হবে: নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা