কাবুলে পাকিস্তান দূতাবাসে হামলা, নিরাপত্তারক্ষী আহত

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ ডিসেম্বর ২০২২, ২০:১১
অ- অ+

শুক্রবার আফগানিস্তানের রাজধানী কাবুলে অবস্থিত পাকিস্তান দূতাবাসে হামলার ঘটনা ঘটেছে। ঘটনায় একজন নিরাপত্তারক্ষী আহত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। ঘটনাকে দূতাবাস প্রধানকে হত্যার চেষ্টা বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

টুইটে শরিফ বলেন, ‘আমি অবিলম্বে এই জঘন্য কাজের অপরাধীদের বিরুদ্ধে তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’

যদিও পাকিস্তান আনুষ্ঠানিকভাবে আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি, তবে গত বছরের আগস্টে কট্টরপন্থী ইসলামপন্থীরা দায়িত্ব নেওয়ার পরেও তারা দেশটিতে দূতাবাস খোলা রেখেছে। পাশাপাশি সম্পূর্ণ কূটনৈতিক মিশন বজায় রেখেছে।

পাকিস্তান তালেবানের সঙ্গে সম্পর্ক জটিল করেছে। ইসলামাবাদ দীর্ঘদিন ধরে ইসলামপন্থীদের সমর্থন করার অভিযোগ এনেছে এমনকি আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন আগ্রাসনকেও সমর্থন করেছে যা ৯/১১ হামলার পর তাদের পতন ঘটায়।

একটি সরকারি দূতাবাস এএফপিকে জানিয়েছে, হামলাকারী এক একা বাড়ির আড়ালে এসে গুলি চালাতে শুরু করে। রাষ্ট্রদূত এবং অন্য সব কর্মীরা নিরাপদ, তবে আমরা সতর্কতা হিসেবে দূতাবাস ভবনের বাইরে যাচ্ছি না।

তালেবান নিরাপত্তা কর্মকর্তাদের মন্তব্যের জন্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

(ঢাকাটাইমস/০২ডিসেম্বর/ এসএটি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা