লিভারপুলের জন্য দুঃসংবাদ, চোটে ছিটকে গেলেন ফন ডাইক

অনলাইন ডেস্ক
| আপডেট : ০৭ জানুয়ারি ২০২৩, ১১:০৩ | প্রকাশিত : ০৭ জানুয়ারি ২০২৩, ০৯:৫৬

বিশ্বকাপ শেষে চলতি মৌসুমে বড় দুঃসংবাদ পেল লিভারপুল। চোটের কারণে এক মাসেরও বেশি সময়ের জন্য ছিটকে গেছেন অভিজ্ঞ ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক।

প্রিমিয়ার লিগে গত রবিবার ব্রেন্টফোর্ডের বিপক্ষে লিভারপুলের ৩-১ গোলে জয়ের ম্যাচে শুরুর একাদশে ছিলেন ফন ডাইক। বিরতির সময় তাকে তুলে নেন ইয়ুর্গেন ক্লপ।

এফএ কাপের তৃতীয় রাউন্ডে আজ শনিবার উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষে খেলবে লিভারপুল। এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ফন ডাইক প্রসঙ্গে ক্লপ বলেন, খুব শিগগির ডাচ ফুটবলারকে পাওয়া হচ্ছে না তাদের।

ক্লপ বলেন, ভার্জিল (চোট পাওয়া) আমাদের জন্য একটা চমক এবং একটি বড় ধাক্কা ছিল। সেও ব্যাপারটা সেভাবে বুঝতে পারেনি। চোটটা বেশ কঠিন ছিল। এক মাসেরও বেশি সে খেলার বাইরে থাকতে পারে।

কাতার বিশ্বকাপে নেদারল্যান্ডস দলের সদস্য ছিলেন ৩১ বছর বয়সী এই ফুটবলার। লিগে ১৭ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে লিভারপুল।

(ঢাকাটাইমস/০৭জানুয়ারি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :