আফগানদের বিপক্ষে খেলবে না অস্ট্রেলিয়া, কেন?

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১২ জানুয়ারি ২০২৩, ১৭:২১

এ বছরের মার্চ মাসে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের একটি ওয়ানডে সিরিজ খেলার কথা ছিল অস্ট্রেলিয়ার। কিন্তু আফগানদের বিপক্ষে আসন্ন এই সিরিজে অংশ নেবে না অজিরা। এক বিবৃতির মাধ্যমে সম্প্রতি এমন তথ্যই জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া(সিএ)।

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে না খেলার কারণটা অবশ্য কারও অজানা নয়। গেল বছরের শুরুতে মার্কিন সৈন্যরা আফগানিস্তান ছেড়ে গেলে দেশটির মসনদ কেড়ে নেয় তালেবানরা। এরপর থেকেই নারী খেলোয়াড়দের ওপর কড়া নিষেধাজ্ঞা শুরু হয়। দেশটি থেকে নারী খেলোয়াড়দের অন্যান্য দেশে পালিয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে।

তালেবানদের এমন কর্মকাণ্ডে প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন দেশ। এবার সেই তালিকায় নাম লেখালো অস্ট্রেলিয়া ক্রিকেট দল। যদিও এই সিদ্ধান্তটি বোর্ডের। আফগানিস্তানে নারী ও শিশুদের শিক্ষা এবং খেলাধুলায় হস্তক্ষেপের কারণে দেশটির সঙ্গে ক্রিকেট সিরিজ বাতিল করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

তবে এমন কাজ অস্ট্রেলিয়া এবারই প্রথম করছে- এমনটা কিন্তু নয়। এর আগে ২০২১ সালে তালেবান সরকারের বিতর্কিত নিয়ম-নীতির কারণে আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্ট ম্যাচ স্থগিত রেখেছিলো।

(ঢাকাটাইমস/১২জানুয়ারি/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :