কালিয়াকৈরে গান গেয়ে মঞ্চ মাতালেন জাবি ছাত্র ফকির সাহেব

কালিয়াকৈরে (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ জানুয়ারি ২০২৩, ২২:৫৭

নিজের লেখা গান গেয়ে মঞ্চ মাতালেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র তরুণ ফকির সাহেব। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪৩তম ব্যাচের শিক্ষার্থী তিনি।

শুক্রবার রাতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের মাঝুখান উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের আয়োজনে তিন দিনব্যপী বার্ষিক পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গেয়ে দর্শকদের আনন্দ দিতে দেখা গেছে।

গানের এক ফাঁকে উৎসুক দর্শকদের উদ্দেশ্যে ফকির সাহেব বললেন, গান গেয়ে টাকা নিতে আমার মায়ের নিষেধ আছে। আমি টাকা নেই না। রাস্তা ঘাটে অনেক গরিব আছে, যারা শীতে কষ্ট করে- তাদের শীতবস্ত্র দিয়ে সাহায্য কইরেন। হাজার হাজার দর্শককে নিস্তব্ধ করে দিয়ে নিজের মতো করে নেচে নেচে নিজের লেখা কয়েকটি ব্যতিক্রম গান গেয়ে মঞ্চ মাতিয়েছেন ফকির। এসময় তার নিজস্ব লেখা গান ও সুরে বেশ কিছু গান গেয়েছেন যা প্রায় দু বছর ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে আসছে।

(ঢাকাটাইমস/২০জানুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :