বগুড়ায় ৬ কটক‌টি দোকা‌নে জ‌রিমানা

বগুড়া প্রতি‌নি‌ধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ মার্চ ২০২৩, ১৯:৩২

বগুড়ার শিবগঞ্জ মহাস্থানে মূল্য তালিকা ছাড়াই কটকটি ও মেয়াদ উত্তীর্ণ পানীয় বিক্রির দায়ে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। সোমবার দুপু‌রে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এ অভিযান পরিচালনা করে।

এসময় মহাস্থানের মাজার গেটে অব‌স্থিত ৬ কটকটি বিক্রয় প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী ও বগুড়া জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল।

এসময় জেলা পুলিশের সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম জানান, বগুড়ার ঐতিহ্যবাহী খাবারের একটি কটকটি। এর চাহিদা বগুড়া পাশাপাশি সারাদেশেই আছে। এ ৬ প্রতিষ্ঠান মূল্য তালিকা ছাড়াই পর্যটকদের ঠকিয়ে ইচ্ছে মতো দাম নিয়ে আসছিল। পাশাপাশি তাদের দোকানে থাকা পানীয় মেয়াদ উত্তীর্ণ ছিল। এজন‌্য জিন্নাহর স্পেশাল কটকটি, লালমিয়া কটকটি ঘর, মহাস্থান কটকটি ভান্ডারকে, নাসির কটকটি ভান্ডার (২) ও নাসির কটকটি ভান্ডারকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও নাসির কটকটি ঘরকে জরিমানা করা হয়েছে ৭ হাজার টাকা।

(ঢাকাটাইমস/০৬মার্চ/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :