গুলিস্তানে বিস্ফোরণ: স্বজনদের আহাজারিতে ভারি ঢাকা মেডিকেলের পরিবেশ

রাজধানীর গুলিস্তানে ভবন বিস্ফোরণের ঘটনায় আহত স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিবেশ। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে ফটকে এক হৃদয় বিদারক ঘটনার দৃশ্যের সূচনা হয়।
আহতদের স্বজনেরা তাদের প্রিয়জনকে এক নজরে দেখার জন্য হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে যাচ্ছেন। কেউবা জরুরি বিভাগের বারান্দায় রক্তাক্ত প্রিয়জনকে দেখে কান্নায় ভেঙ্গে পড়ছেন। আবার কেউ কেউ তাদের প্রিয়জনের লাশ জরুরি বিভাগের মর্গে দেখে কান্নায় ভেঙে পড়েছেন।
ঢাকা মেডিকেলে থাকা একজন প্রত্যক্ষদর্শী জানান, ইমন নামের এক যুবক এসেছেন ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে। সেখানে তার বন্ধু আহত আব্দুর রহমানকে দেখে কান্নায় ভেঙ্গে পড়েন। আহত আব্দুর রহমান একজন পথচারী ছিলেন। তিনি ওই ভবনের গ্লাস পড়ে আহত হন।
এছাড়া কেউ কেউ তাদের স্বজনদের ওষুধপত্র কেনার জন্য বিভিন্ন ওষুধের দোকানে ঘোরাঘুরি করছেন।
(ঢাকাটাইমস/০৭মার্চ/এএ/কেএম)

মন্তব্য করুন