গুলিস্তানে বিস্ফোরণ: লম্বা হচ্ছে লাশের সারি

রাজধানীর গুলিস্তান বিআরটিসি বাসস্ট্যান্ড কাউন্টারের পাশে ভবনে বিস্ফোরণের ঘটনায় বেড়েই চলেছে মৃতের সংখ্যা। সরেজমিনে মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে ডামেকের মর্গে ১৬টি মরদেহ দেখা যায়। সেখানে দায়িত্বে থাকা ওয়ার্ড বয়দের সঙ্গে কথা বলে জানা যায় এখন পর্যন্ত ২০টি মরদেহ মর্গে আনা হয়েছে। এর মধ্যে চারটি মরদেহ স্বজনেরা শনাক্ত করলে তাদেরকে জরুরি বিভাগে ৭ নম্বর ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়।
এছাড়া জরুরি বিভাগের সামনে দেখা যায় এখনও একের পর এক আহত মানুষবাহী অ্যাম্বুলেন্স হাসপাতালে প্রবেশ করছে। জরুরি বিভাগের সামনে থেকে শুরু করে বাইরের সড়ক পর্যন্ত আহত এবং নিহতদের স্বজনদের আহাজারি চলছে।
(ঢাকাটাইমস/৭মার্চ/এলএম/কেএম)

মন্তব্য করুন