খরুচে মোস্তাফিজ, ১৭৫ রানের লক্ষ্য পেল দিল্লি

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৫ এপ্রিল ২০২৩, ১৭:৪০

রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে খেলতে নেমে খরুচে বোলিং করলেন মোস্তাফিজুর রহমান। এই ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৪ রান তুলেছে বেঙ্গালুরু। ফলে জয়ের জন্য ১৭৫ রান দরকার দিল্লির।

ম্যাচের শুরুতে টস জিতে বেঙ্গালুরুকে ব্যাট করার আমন্ত্রণ জানান দিল্লি ক্যাপিটালসের দলনেতা ডেভিড ওয়ার্নার। ব্যাট করতে নেমে ভালো সূচনা পায় বেঙ্গালুরু। ওপেনিং জুটিতে আসে ৪২ রান। ১৬ বলে ২২ রান করে সাজঘরে ফেরেন দলনেতা ওপেনার ফাফ ডু প্লেসি। আরেক ওপেনার ব্যক্তিগত কোহলি ৫০ রানে আউট হন।

১৮ বলে ২৬ রান করেন মীহপাল লমরোর। আর গ্লেন ম্যাক্সওয়েল করেন ১৪ বলে ২৪ রান। হার্শাল প্যাটেলের ব্যাট থেকে আসে ৪ বলে ৬ রান। আর রানের খাতায় খুলতে পারেননি দিনেশ কার্তিক। এদিকে ২২ বলে ১৫ রানে অনুজ রাওয়াট ও ১২ বলে ২০ রানে শাহবাজ আহমেদ অপরাজিত থাকেন।

দিল্লির পক্ষে দুটি করে উইকেট নেন মিচেল মার্শ ও কুলদ্বীপ যাদব। একটি করে উইকেটের দেখা পান অক্ষর প্যাটেল ও লোলিত যাদব। আর মোস্তাফিজুর রহমান ৩ বলে ৪০ রানের খরচায় পাননি উইকেট দেখা।

(ঢাকাটাইমস/১৫এপ্রিল/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :