খুলনায় মাইনুল হত্যা মামলার পলাতক আসামি র‌্যাবের হাতে ধরা

খুলনা ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ এপ্রিল ২০২৩, ১৫:৪৪

খুলনার দিঘলিয়া আলোচিত মাইনুল হত্যা মামলার পলাতক আসামি র‌্যাবের হাতে আটক হয়েছে। রবিবার র‌্যাব-৬ (স্পেশাল কোম্পানি) খুলনার একটি আভিযানিক দল গোপন সূত্রে জানতে পারে যে, মাইনুল হত্যা মামলার আসামি শান্ত হোসেন ঢাকা মহানগরীর ভাটারা থানা এলাকায় অবস্থান করছে। এসময়ে আভিযানিক দলটি র‌্যাব-৩, টিকাটুলি, ঢাকার সহায়তায় ভাটরা থানার বসুন্ধরা এলাকায় অভিযান পরিচালনা করে আসামি শাহ জালাল শান্ত হোসেন (২৬), থানা-দিঘলিয়া, জেলা-খুলনাকে গ্রেপ্তার করে।

জানা যায়, ৬ মার্চ বিকালে ভিকটিম মাইনুল ইসলামকে আসামি আল আমিন ফোন করে সেনহাটি আদর্শ পল্লীতে ডেকে নেয়। ভিকটিম দিঘলিয়া থানাধীন আদর্শ পল্লীর মনিরের বাড়ির সামনে পৌঁছলে পূর্বশত্রুতার জের ধরে আসামিরা চাইনিজ কুড়াল, রামদা, চাপাতি ইত্যাদি দ্বারা এলোপাথাড়িভাবে কুপিয়ে ভিকটিমের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে।এসময়ে ভিকটিমের চিৎকারে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ভিকটিমকে মৃত্যু ঘোষণা করেন। এ বিষয়ে ভিকটিমের বাবা বাদী হয়ে খুলনা জেলার দিঘলিয়া থানায় একটি হত্যা মামলা করেন।

গ্রেপ্তার আসামিকে খুলনা জেলার দিঘলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৭এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :