রবিবার সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস, আট বিভাগে হতে পারে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৪ মে ২০২৩, ১৫:১৫ | প্রকাশিত : ০৪ মে ২০২৩, ১৪:১৮
ফাইল ফটো

দেশের আট বিভাগের কিছু কিছু জায়গায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রবিবার (৭ মে) বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। লঘুচাপটি পরে ঘনীভূত হওয়ার সম্ভাবনাও রয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ কথা বলা হয়।

পূর্বাভাসে বলা হয়েছে- রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়ার সংক্ষিপ্তসারে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

এর আগে গতকাল বুধবার সামুদ্রিক সতর্ক বার্তায় বলা হয়েছিল, রবিবার (৭ মে) দক্ষিণ বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সুষ্টি হতে পারে, যা পরে ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।

(ঢাকাটাইমস/০৪মে/এফএ)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :