রাত ১২টা থেকে ৬ ঘণ্টা বন্ধ থাকবে গ্রামীণফোনের রিচার্জ

নিজস্ব প্রতিদবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ০৮ মে ২০২৩, ২২:১৪ | প্রকাশিত : ০৮ মে ২০২৩, ২১:৪৫

আজ সোমবার রাত ১২টা থেকে ৬ ঘণ্টা ডিজিটাল চ্যানেলের মাধ্যমে গ্রামীণফোনের মোবাইল রিচার্জ বন্ধ থাকবে। মোবাইল অপারেটরটি থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

গ্রামীণফোন কর্তৃপক্ষ জানায়, সিস্টেমের উন্নয়নের জন্য সোমবার (৮ মে) রাত ১১টা ৫৯ মিনিট থেকে পরদিন ৯ মে (মঙ্গলবার) সকাল ৬টা পর্যন্ত নগদ, উপায়, এসএসএল কমার্সসহ কিছু ডিজিটাল চ্যানেল দিয়ে মোবাইল রিচার্জ বন্ধ থাকবে। তবে মাইজিপি অ্যাপ থেকে রিচার্জ করা যাবে।

বিটিআরসির পরিসংখ্যান অনুযায়ী, ২০২২ সালের জুন মাসে দেশে মোবাইল গ্রাহক ছিল ১৮ কোটি ৩৫ লাখ ৮০ হাজার (১৮৩.৫৮ মিলিয়ন)। এর মধ্যে ৮ কোটি ৪৮ লাখ গ্রাহকই গ্রামীণফোন ব্যবহার করেন।

(ঢাকাটাইমস/০৮মে/এলএম/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :