নগরকান্দায় আশ্রয়ণ প্রকল্পের দরিদ্র নারীদের হাঁস-মুরগি দিলেন ইউএনও

সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১১ মে ২০২৩, ১৩:২৬ | প্রকাশিত : ১১ মে ২০২৩, ১৩:০১

ফরিদপুরের নগরকান্দায় আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা দরিদ্র নারীদের মাঝে ছাগল, হাঁস-মুরগি ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের সামনে থেকে এসব বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হক।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান সরদার, নগরকান্দা থানার ওসি মো. মিরাজ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান চুন্নু শেখ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল প্রমুখ।

আরও পড়ুন: ইন্টারনেট বিল নিতে গিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, ৫ জনকে হাসপাতালে ভর্তি

নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হক বলেন, সমাজের অনগ্রসর, ছিন্নমূল, অবহেলিত জনগোষ্ঠীকে উন্নয়নের মূলস্রোতধারায় সম্পৃক্ত করতে ৯টি ট্রেডে ১০ দিনের পেশাভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে নগরকান্দায় আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের মাঝে উন্নত জাতের ১৫০টি ছাগল ও ৪০টি সেলাই মেশিন বিরতণ করা হয়েছে। এ ছাড়া ৩৫টি পরিবারের নারীদের মাঝে হাঁস-মুরগি বিতরণ করা হয়।

(ঢাকাটাইমস/১১মে/এসএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :