প্রধানমন্ত্রী দেশকে হিমালয় শৃঙ্গের উচ্চতায় পৌঁছে দিয়েছেন: সমাজকল্যাণ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ৩১ মে ২০২৩, ১৬:২০ | প্রকাশিত : ৩১ মে ২০২৩, ১৬:১১

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে দুর্গম হিমালয় শৃঙ্গের মতো অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। বলেন, ‘নিজের জীবন বাজি রেখে আরামকে হারাম করে তিনি দেশ পরিচালনায় সফলতা অর্জন করছেন।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে জাতীয় শিশু কল্যাণ বোর্ডের সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মন্ত্রী এসব কথা বলেন।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে স্বাধীন করে বাঙালি জাতিকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছেন। স্বাধীনতার পর দীর্ঘ ২১ বছর স্বাধীনতাবিরোধীরা এ মিথ্যাচারের মাধ্যমে পাকিস্তানি কায়দায় এ দেশকে পরিচালনা করেছেন। কিন্তু অত্যন্ত গর্বের বিষয় ১৯৯৬ সালে ২৩ জুন দেশ পরিচালনার দায়িত্ব পায় জাতির জনকের সুযোগ্য কন্যা শেখ হাসিনা।’

তিনি বলেন, ‘দায়িত্ব গ্রহণ করে তিনি সেদিন দেশবাসীর কাছে ওয়াদা করেছিলেন বঙ্গবন্ধুর স্বপ্নকে তিনি সফলভাবে বাস্তবায়ন করবেন। দেশ পরিচালনায় ইতিমধ্যে তিনি একের পর এক অসম্ভবকে সম্ভব করেন। এক সময়ের দুর্ভিক্ষেপীরিত, বন্যা কবলিত বাংলাদেশকে সারা বিশ্বের রোল মডেলে উন্নীত করতে সক্ষম হয়েছেন।’

নুরুজ্জামান আহমেদ বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী তিনি দেশের ১৭ কোটি মানুষের জন্য আশীর্বাদ হয়ে এসেছেন। তা না হলে এত অল্প সময়ে এক সময়ের অচেনা বাংলাদেশকে এত সফলতা দিতে পারতেন না।’

আজকে সত্যকে অস্বীকার করে স্বাধীনতাবিরোধীর আবারও দেশকে পাকিস্তান করার জন্য জেগে উঠেছে বলে মন্তব্য করেন মন্ত্রী। এজন্য সবাইকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আগামী প্রজন্মের একটি শিশুকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য প্রধানমন্ত্রী যে প্রত্যাশা ব্যক্ত করেছেন, আজকে আমরা স্ব স্ব অবস্থান থেকে দায়িত্ব পালনে কে কতটুকু সক্ষম হচ্ছি, বাস্তবায়ন করতে পারছি এ বিষয়ে আমাদের চিন্তা করতে হবে।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী একাই পারবেন না। তিনি বাবা মা ভাই বোন হারানো একজন এতিম। তিনি একা আজ এই দেশকে কোথায় নিয়ে গেছেন, আমাদের এ বিষয়টি চিন্তা করতে হবে। আমরা আমাদের নিজ নিজ অবস্থানে কে কতটুকু প্রধানমন্ত্রীর প্রত্যাশা পূরণে সক্ষম হয়েছি? কে কতটুকু সফল হয়েছি? সে বিষয়টি চিন্তা করতে হবে।

দেশ পরিচালনায় দায়িত্বরত সকলের প্রতি আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘আসুন আমরা সবাই মিলে দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রীর প্রত্যাশাকে পূরণ করার সুমহান লক্ষ্য নিয়ে এগিয়ে যাই এবং প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করে দেশকে স্মার্ট বাংলাদেশ গড়তে ভূমিকা পালন করি।’

(ঢাকাটাইমস/৩১মে/এলএম/ইএস)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :