যাত্রাবাড়ীতে তিন ছিনতাইকারী আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ জুন ২০২৩, ১৮:৫১
অ- অ+

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে তিনজন ছিনতাইকারীকে আটক করেছে র‌্যাব-১০। আটককৃতরা হলেন-মো. কাল্লু, মো. শান্ত ও মো. জাহিদ। বৃহস্পতিবার দিবাগত রাতে তাদের আটক করে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি চাকু ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

শুক্রবার দুপুরে র‌্যাব-১০ এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতে র‌্যাব-১০ এর একটি দল রাজধানীর যাত্রাবাড়ী থানার যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় একটি অভিযান চালায়। অভিযানে মো. কাল্লু, মো. শান্ত ও মো. জাহিদ নামের তিনজন ছিনতাইকারীকে আটক করে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি চাকু ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

আটক ছিনতাইকারীদের বরাত দিয়ে র‌্যাব জানায়, আটককৃতরা কিছুদিন ধরে যাত্রাবাড়ীসহ আশপাশের বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে ছিনতাই করে আসছিলেন। তারা পথচারীদের টাকা-পয়সা, স্বর্নলংকার ও মোবাইলসহ বিভিন্ন মূল্যবান সম্পদ ছিনিয়ে নিতেন।

র‌্যাবের ভাষ্য, আটককৃত মো. কাল্লুর বিরুদ্ধে যাত্রাবাড়ী ও মুগদা থানায় দুইটিন ছিনতাই ও একটি মাদক মামলা রয়েছে। আসামি মো. শান্তর বিরুদ্ধে কোতয়ালী ও গেন্ডারিয়া থানায় একটি ছিনতাই ও পাঁচটি মাদক মামলা রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় একটি ছিনতাই মামলা করা হয়েছে।

(ঢাকাটাইমস/০২জুন/এএ/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ওপারে কারফিউ, সুনামগঞ্জের ১২ কিলোমিটার সীমান্তে বিজিবির সতর্ক অবস্থান
খালিশপুরে শহীদ মিনারের জমি দখলের ভিডিও করায় সাংবাদিকদের ওপর হামলা
আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণায় শাহবাগে ছাত্র-জনতার উল্লাস
৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা