যাত্রাবাড়ীতে তিন ছিনতাইকারী আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ জুন ২০২৩, ১৮:৫১
অ- অ+

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে তিনজন ছিনতাইকারীকে আটক করেছে র‌্যাব-১০। আটককৃতরা হলেন-মো. কাল্লু, মো. শান্ত ও মো. জাহিদ। বৃহস্পতিবার দিবাগত রাতে তাদের আটক করে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি চাকু ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

শুক্রবার দুপুরে র‌্যাব-১০ এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতে র‌্যাব-১০ এর একটি দল রাজধানীর যাত্রাবাড়ী থানার যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় একটি অভিযান চালায়। অভিযানে মো. কাল্লু, মো. শান্ত ও মো. জাহিদ নামের তিনজন ছিনতাইকারীকে আটক করে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি চাকু ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

আটক ছিনতাইকারীদের বরাত দিয়ে র‌্যাব জানায়, আটককৃতরা কিছুদিন ধরে যাত্রাবাড়ীসহ আশপাশের বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে ছিনতাই করে আসছিলেন। তারা পথচারীদের টাকা-পয়সা, স্বর্নলংকার ও মোবাইলসহ বিভিন্ন মূল্যবান সম্পদ ছিনিয়ে নিতেন।

র‌্যাবের ভাষ্য, আটককৃত মো. কাল্লুর বিরুদ্ধে যাত্রাবাড়ী ও মুগদা থানায় দুইটিন ছিনতাই ও একটি মাদক মামলা রয়েছে। আসামি মো. শান্তর বিরুদ্ধে কোতয়ালী ও গেন্ডারিয়া থানায় একটি ছিনতাই ও পাঁচটি মাদক মামলা রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় একটি ছিনতাই মামলা করা হয়েছে।

(ঢাকাটাইমস/০২জুন/এএ/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘ধামাকা শপিং’-এর চেয়ারম্যান এম আলীকে ধরে থানায় দিল জনতা
তারেক রহমানকে শরণখোলা বিএনপির নেতাদের চিঠি, কাউন্সিলে আঞ্জুমান আরার প্রার্থীতা বাতিলের দাবি
সনাতনী জনগণের মাঝে বিএনপির বার্তা পৌঁছে দিলেন কাজী আলাউদ্দিন
বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমেই দেশ পুনর্গঠন করতে হবে: নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা