যাত্রাবাড়ীতে তিন ছিনতাইকারী আটক

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে তিনজন ছিনতাইকারীকে আটক করেছে র্যাব-১০। আটককৃতরা হলেন-মো. কাল্লু, মো. শান্ত ও মো. জাহিদ। বৃহস্পতিবার দিবাগত রাতে তাদের আটক করে র্যাব। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি চাকু ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
শুক্রবার দুপুরে র্যাব-১০ এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতে র্যাব-১০ এর একটি দল রাজধানীর যাত্রাবাড়ী থানার যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় একটি অভিযান চালায়। অভিযানে মো. কাল্লু, মো. শান্ত ও মো. জাহিদ নামের তিনজন ছিনতাইকারীকে আটক করে র্যাব। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি চাকু ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
আটক ছিনতাইকারীদের বরাত দিয়ে র্যাব জানায়, আটককৃতরা কিছুদিন ধরে যাত্রাবাড়ীসহ আশপাশের বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে ছিনতাই করে আসছিলেন। তারা পথচারীদের টাকা-পয়সা, স্বর্নলংকার ও মোবাইলসহ বিভিন্ন মূল্যবান সম্পদ ছিনিয়ে নিতেন।
র্যাবের ভাষ্য, আটককৃত মো. কাল্লুর বিরুদ্ধে যাত্রাবাড়ী ও মুগদা থানায় দুইটিন ছিনতাই ও একটি মাদক মামলা রয়েছে। আসামি মো. শান্তর বিরুদ্ধে কোতয়ালী ও গেন্ডারিয়া থানায় একটি ছিনতাই ও পাঁচটি মাদক মামলা রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় একটি ছিনতাই মামলা করা হয়েছে।
(ঢাকাটাইমস/০২জুন/এএ/কেএম)
সংবাদটি শেয়ার করুন
অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত
অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ

বার ভাঙচুর-মদ লুট: তিতুমীর কলেজ ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার

অন্যের স্বত্ব নিয়ে দুর্নীতি: কপিরাইট অফিসের দুই কর্মচারী এখন অঢেল বিত্ত ভৈববের মালিক

পুলিশ সার্জেন্টকে মারধরের অভিযোগে কারাগারে জনতা ব্যাংকের ডিএমডির স্ত্রী-মেয়ে

উত্তরায় ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫০

আরসার গান কমান্ডার মুছা গ্রেপ্তার, বিপুল বিস্ফোরক-গোলাবারুদ উদ্ধার

মোহাম্মদপুরের সন্ত্রাসী ‘রক্তচোষা জনি’ গ্রেপ্তার, বিদেশি অস্ত্র উদ্ধার

উত্তরায় মানি এক্সচেঞ্জে অভিযান, ৪০টি দেশের মুদ্রাসহ গ্রেপ্তার ৫

‘তেজগাঁওয়ে এলোপাতাড়ি গুলির ঘটনার ফুটেজ প্রচার হওয়ায় অপরাধীরা আত্মগোপনে’
