২৯৬ রানে থামল ভারত

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ জুন ২০২৩, ১৯:১০
অ- অ+

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন্সশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার করা ৪৬৯ রানের জবাবে ব্যাট করতে নেমে ২৯৬ রানে থামল ভারত। ফলে ১৭৩ রানে এগিয়ে থাকল অস্ট্রেলিয়া। কিছুক্ষণের মধ্যেই নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামবে অজিরা।

নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুটাই ভালো হয়নি ভারতের। ২৬ বলে ১৫ রানে রোহিত ও ১৫ বলে ১৩ রানে শুভমান গিল আউট হন। সুবিধা করতে পারেননি দ্বিতীয় উইকেটে খেলতে নামা চেতেশ্বর পূজারা। তার ব্যাট থেকে আসে ১৪ রানে। বিরাট কোহলিও ফেরেন ব্যক্তিগত ১৪ রানে।

দ্রুত একের পর এক উইকেট পড়তে থাকলে জাদেজাকে পাঠানো হয় ক্রিজে। আস্থার প্রতিদানই দিচ্ছিলেন তিনি। ৫১ বলে তুলেন ৪৮ রান। এরপর শ্রীকার ভারতকে সঙ্গে নিয়ে দিন শেষ করেন অভিজ্ঞ ব্যাটার আজিঙ্কা রাহানে।

তৃতীয় দিনের শুরুটা ভালো হয়নি ভারতের। দিনের শুরুতেই সাজঘরে ফেরেন শ্রীকার ভারত। তার ব্যাট থেকে এসেছে মাত্র ৫ রান। এ সময় মনে হচ্ছিল ফলোঅনে পড়বে ভারত। তবে সপ্তম উইকেট জুটিতে আজিঙ্কা ও শার্দুল ঠাকুরের দুর্দান্ত ব্যাটিংয়ে সেই শঙ্কা কাটায় ভারত।

এ সময় দুজন মিলে গড়েন ১০৯ রানের জুটি। ফিফটি পূরণের পর ৮৯ রানে থামেন রাহানে। এদিকে ফিফটির দেখা পেয়েছেন শার্দুল ঠাকুরও। আউট হন ৫১ রানে। এছাড়া উমেশ যাদব ৫ ও মোহাম্মদ শামি ১৩ রান করেন। আর শূন্যরানে অপরাজিত থাকেন মোহাম্মদ সিরাজ।

এর আগে ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে ট্রেভিস হেড ও স্টিভেন স্মিথের সেঞ্চুরিতে দ্বিতীয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে ১২১ দশমিক ৩ ওভারে ৪৬৯ রানে অলআউট হয়েছে অস্ট্রেলিয়া।

(ঢাকাটাইমস/০৯জুন/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ওপারে কারফিউ, সুনামগঞ্জের ১২ কিলোমিটার সীমান্তে বিজিবির সতর্ক অবস্থান
খালিশপুরে শহীদ মিনারের জমি দখলের ভিডিও করায় সাংবাদিকদের ওপর হামলা
আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণায় শাহবাগে ছাত্র-জনতার উল্লাস
৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা