কুমিল্লায় রানা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৮ জুন ২০২৩, ১৭:১৫ | প্রকাশিত : ১৮ জুন ২০২৩, ১৩:২৯

কুমিল্লায় রানা হত্যা মামলায় সাতজনের মৃত্যুদণ্ড দিয়েছেন কুমিল্লার আদালত। পাশাপাশি পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড ও চারজনকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া দণ্ডপ্রাপ্তদের ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মামলার আইনজীবী মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর মামলায় ১৬ জন আসামির মধ্যে সাতজনকে মৃত্যুদণ্ড, পাঁচজনকে যাবজ্জীবনসহ প্রত্যক আসামিকে ৩০ হাজার টাকা করে অর্থ দণ্ডাদেশ দেওয়া হয়। এ ছাড়া খালাস দেওয়া হয় চারজনকে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- চম্পকনগর এলাকার মো. মোর্শেদ, মো. জুয়েল, মো. আলাউদ্দিন, মো. রিপন, মো. শিপন, শুভ হাসান ও মো. কাজল।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মো. বাদল মিয়া, ইকবাল হোসেন, জহিরুল ইসলাম, আনোয়ার হেসেন ও মো. সোহেল মিয়া। তাদের প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড ও ৩০ হাজার টাকা অর্থ দণ্ড অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। মামলা থেকে খালাস দেওয়া হয় মো. সোহাগ, মো. শরিফ, মো. রনি ও ইসহাক মিয়াকে।

মামলার বিবরণে জানা যায়, ২০০৬ সালের ৩০ এপ্রিল রাতে আসামি জুয়েল মিয়া স্টিল কারখানার শ্রমিক রানা খানকে বিলে মাছ ধরার কথা বলে ডেকে নিয়ে যান। পূর্ব পরিকল্পনা অনুযায়ী আসামিরা তাকে হত্যা করে চম্পক নগর উত্তরন হাউজিং এর দক্ষিণ পাশে বিলে ফেলে দেয়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে ১ মে রানা খানের মরদেহ খুঁজে পেয়ে মামলা করেন নিহতের বাবা জাহাঙ্গীর খান।

(ঢাকাটাইমস/১৮জুন/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ভাঙ্গা-রাজবাড়ী-ঢাকা রুটে আসছে নতুন ২ জোড়া ট্রেন

‘৭ জানুয়ারি আ.লীগ প্রার্থীকে জেতাতে অপকর্ম করেছি’, আ.লীগ নেতার বক্তব্য ভাইরাল

পিরোজপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ

গজারিয়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রশ্নফাঁসে জড়িত ডা. তারিমের ডায়াগনস্টিক সেন্টারকে লাখ টাকা জরিমানা

পূবাইলে পানি ও খাবার স্যালাইন বিতরণ

চাঁদপুরে ইলিশ ধরার প্রস্তুতি জেলেদের

দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ৪৩.৮ ডিগ্রি তাপমাত্রা যশোরে

সিলেটের ৪ উপজেলায় ২৫ চেয়ারম্যান প্রার্থী, ৯ জন স্বশিক্ষিত

পাইনাপেল সিল্ক উৎপাদনে আমাদের সহযোগিতা থাকবে: সমাজকল্যাণমন্ত্রী

এই বিভাগের সব খবর

শিরোনাম :