ডেঙ্গুতে এক দিনে আরও ১৪ জনের মৃত্যু, হাসপাতালে রেকর্ড ২৬৫৩ রোগী ভর্তি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ জুলাই ২০২৩, ২০:০১

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত এক দিনে (মঙ্গলবার সকাল আটটা থেকে বুধবার সকাল আটটা) আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ২১৫ জন ডেঙ্গুতে মারা গেলেন। আর চলতি জুলাই মাসে মৃত্যু হয়েছে ১৬৮ জনের।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৬৫৩ জন, যা চলতি বছর এক দিনে সর্বোচ্চ রোগী ভর্তির ঘটনা।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে রাজধানী ঢাকার হাসপাতালগুলোয় ভর্তি হয়েছেন ১ হাজার ৩২৭ জন। বাকি ১ হাজার ৩২৬ জন ঢাকার বাইরে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। মারা যাওয়া ১৪ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ১০ জন ও ঢাকার বাইরের ৪ জন।

চলতি বছর এখন পর্যন্ত ৪০ হাজার ৩৪১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ২৩ হাজার ৬৭৬ জন ও ঢাকার বাইরে ১৬ হাজার ৬৬৫ জন আক্রান্ত হয়েছেন।

দেশের ইতিহাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি রোগী মারা যান গত বছর, ২৮১ জন। এর আগে ২০১৯ সালে মৃত্যু হয় ১৭৯ জনের। এ ছাড়া ২০২০ সালে ৭ জন এবং ২০২১ সালে মারা যান ১০৫ জন।

স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে, ডেঙ্গু সংক্রমণের দিক থেকে শীর্ষে রয়েছে রাজধানীর যাত্রাবাড়ী এবং এর আশপাশের এলাকা। মোট আক্রান্ত রোগীর ১৩ শতাংশই এই এলাকার বাসিন্দা। সারা দেশের আক্রান্ত রোগীর ৩৮ শতাংশ রাজধানী ঢাকার আটটি এলাকার বাসিন্দা। অর্থাৎ রাজধানীতে আটটি এলাকা ডেঙ্গুর ‘হটস্পট’ হয়ে উঠেছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে ডেঙ্গু একসময় মৌসুমি রোগ মনে করা হতো। কিন্তু গত কয়েক বছর ধরে ডেঙ্গুর ধারাবাহিক সংক্রমণ ও মৃত্যুর প্রকোপ লক্ষ করা যাচ্ছে। ডেঙ্গু ভাইরাস আগের তুলনায় অনেক শক্তিশালী হয়ে উঠেছে। সংশ্লিষ্টরা সেদিকে তেমন নজর না দেওয়া এবং ব্যবস্থা গ্রহণ না করার কারণেই ভাইরাসটি মারাত্মক হয়ে উঠেছে।

ঢাকাটাইমস/২৬জুলাই/ইএস

সংবাদটি শেয়ার করুন

স্বাস্থ্য বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

স্বাস্থ্য এর সর্বশেষ

মা ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: স্বাস্থ্যপ্রতিমন্ত্রী

বিএমডিসি ছাড়া ‘ভুল চিকিৎসা’ বলার অধিকার কারো নেই: স্বাস্থ্যমন্ত্রী 

নারী মাদকসেবীদের চিকিৎসায় দশ বছরে আহ্ছানিয়া মিশন

সুস্থ আছেন জোড়া মাথা আলাদা করা দুই শিশু: স্বাস্থ্যমন্ত্রী

রোগীর প্রতি চিকিৎসকের অবহেলা বরদাস্ত করব না: স্বাস্থ্যমন্ত্রী

দেশে নতুন করে বাড়ছে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা, ঢাকা কতটা ঝুঁকিতে?

বিশ্ব ম্যালেরিয়া দিবস: জানুন মশাবাহিত এ রোগ প্রতিরোধের উপায়

গরমে স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সচেতনতা অত্যন্ত জরুরি

ঔষধি গাছ থেকে তিন শতাধিক ওষুধ তৈরি হচ্ছে ইরানে

কণ্ঠের সব চিকিৎসা দেশেই রয়েছে, বিদেশে যাওয়ার প্রয়োজন নেই: বিএসএমএমইউ উপাচার্য 

এই বিভাগের সব খবর

শিরোনাম :