গণভবনে বর্ধিত সভায় এলেন ডা. মুরাদ, বসলেন সবার পেছনে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ আগস্ট ২০২৩, ১৩:১৬
অ- অ+

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ বর্ধিত সভায় যোগ দিয়েছেন ডা. মুরাদ হাসান। দলের কোনো পদে না থাকা মুরাদ সংসদ সদস্য হিসেবে সভায় এসেছেন।

সভা শুরু হওয়ার নির্ধারিত সময় সাড়ে ১০টার একটু পরে ১০টা ৩৪ মিনিটে আসেন ডা. মুরাদ। সবার শেষে এসে পেছনের কাতারে বসেন এই সংসদ সদস্য।

গত বৃহস্পতিবার দীর্ঘ ১০ মাস পর জামালপুরের সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এ কমিটিতে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে কোনো পদে রাখা হয়নি। এই নিয়ে নতুন করে আলোচনায় ডা. মুরাদ।

দলের শৃঙ্খলা পরিপন্থী কাজ করায় ২০২১ সালে মন্ত্রিত্বসহ দলীয় পদ হারান ডা. মুরাদ।

রবিবার সকালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে বিশেষ বর্ধিত সভা শুরু হয়েছে। সভা পরিচালনা করছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সভায় শোকপ্রস্তাব করেন দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

বিশেষ বর্ধিত সভায় অংশ নিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, আওয়ামী লীগের জাতীয় কমিটি, উপদেষ্টা পরিষদের সদস্য, জেলা, মহানগর ও উপজেলা বা থানা বা পৌর (জেলা সদরে অবস্থিত পৌরসভা) আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, জাতীয় সংসদের দলীয় সদস্য, জেলা পরিষদ ও উপজেলা পরিষদের দলীয় চেয়ারম্যান, সিটি করপোরেশন ও পৌরসভার দলীয় মেয়র এবং সহযোগী সংগঠনগুলোর কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকদরা।

(ঢাকাটাইমস/০৬আগস্ট/জেএ/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলীয় শৃঙ্খলা ভঙ্গ: এনসিপির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারকে বহিষ্কার
তেজগাঁও বিভাগে বিশেষ অভিযান: চিহ্নিত ছিনতাইকারীসহ ৪১ জন গ্রেপ্তার
সিআইডির এসপি ও ডিএমপির পরিদর্শক পরিচয়ে ৬০ লাখ টাকা চাঁদাবাজির চেষ্টা, গ্রেপ্তার দু’জনকে ৫ দিনের রিমান্ড
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘হিন্দু আইন’ নিয়ে দিনব্যাপী সেমিনার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা