কাবাডি খেলাকে কেন্দ্র করে খুন, ২৪ বছর পর ২ জনের যাবজ্জীবন

কক্সবাজার প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৬ আগস্ট ২০২৩, ২২:৫৭ | প্রকাশিত : ০৬ আগস্ট ২০২৩, ২০:০৭

কক্সবাজারের টেকনাফের হ্নীলার পানখালী এলাকার শামসুল আলম নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের দুজনকে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এদিকে, তথ্য প্রমাণ না থাকায় মামলার অপর দুই আসামিকে খালাস দিয়েছেন বিচারক।

রবিবার দুপুর ১টার দিকে কক্সবাজার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মোহাম্মদ মোশাররফ এ রায় ঘোষণা করেন।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শওকত বেলাল বিষয়টি নিশ্চিত করেছেন।

সাজাপ্রাপ্তরা হলেন- টেকনাফের হ্নীলা পানখালী এলাকার জাহাঙ্গীর ও শামসুল আলম। খালাস পেলেন কামাল উদ্দিন ও সোনা মিয়া।

মামলার নথির বরাত দিয়ে আইনজীবী শওকত বেলাল জানান, ১৯৯৯ সালের ২৬ এপ্রিল কাবাডি খেলাকে কেন্দ্র করে শামসুল আলমকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। ওই ঘটনায় নিহতের বাবা সুলতান আহমদ বাদী হয়ে উখিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এই রায় ঘোষণা করেন।

(ঢাকাটাইমস/০৬আগস্ট/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :