মৌলভীবাজার জেলা যুবলীগের আংশিক কমিটি ঘোষণা
জেলা সম্মেলনের দীর্ঘ ১১ মাস পর মৌলভীবাজার জেলা যুবলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিল কমিটির সভাপতি সাধারণ সম্পাদকসহ ১৬ জন সদস্যের নাম ঘোষণা করেন।
৭৫ সদস্য বিশিষ্ট কমিটির বাকি পদগুলো খালি রাখা হয়েছে।
যুবলীগের সাধারণ সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ২০২২ সালের অক্টোবর মাসে অনুষ্ঠিত কাউন্সিলের দিন থেকে পরবর্তী ৩ বছরের জন্য এই কমিটি কার্যকর থাকবে।
নবগঠিত কমিটির সভাপতি সৈয়দ রেজাউর রহমান সুমন, সাধারণ সম্পাদক সৈয়দ সেলিম হক, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, সহ সভাপতি মবশ্বির আহমেদ, মুজিবুর রহমান, পান্না দত্ত, মহিউদ্দিন ফাহিম চৌধুরী, মামুনুর রশীদ সাজু (জুড়ী), সন্দীপ দাস (রাজনগর) শেখ রুমেল আহমেদ ও অ্যাডভোকেট গৌছ উদ্দিন নিক্সন, যুগ্ম সম্পাদক সুমেশ দাস যীশু, হাবিবুর রহমান রাজীব ও হোসেন মো. ওয়াহিদ সৈকত এবং সদস্য মো তাজুল ইসলাম (সদর) ও মো মইনুল ইসলাম খান (রাজনগর)।
(ঢাকা টাইমস/০১সেপ্টেম্বর/এসএ)