ভাঙ্গা রেল সড়কের ‘প্যান্ডেল ক্লিপ’ খুলে নিল দুর্বৃত্তরা, ট্রেন যোগাযোগ বন্ধ

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ সেপ্টেম্বর ২০২৩, ০০:০১

ফরিদপুর ভাঙ্গা রেল সড়কের ১৫০০ প্যান্ডেল ক্লিপ খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা, এতে সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে ফরিদপুর ভাঙ্গার রেল যোগাযোগ।

মঙ্গলবার বিকালে এ ঘটনা ঘটে ভাঙ্গা উপজেলার নওয়াপাড়া এলাকায়।

ভাঙ্গা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. শাজাহান জানিয়েছেন, প্রতিদিন রাজবাড়ী থেকে তিনটি ট্রেন ফরিদপুর হয়ে ভাঙ্গায় যায়। আজ সন্ধ্যা সাতটায় মধুমতি এক্সপ্রেস ট্রেনটি ফরিদপুর থেকে ভাঙার উদ্দেশ্যে ছেড়ে গেলে নওয়াপাড়া নামক এলাকায় গিয়ে থেমে যায়।

তিনি বলেন, খোঁজখবর নিয়ে দেখা গেছে ওই এলাকার রেল সড়কের প্যান্ডেল ক্লিপ দুর্বৃত্তরা খুলে নিয়ে গিয়েছে। যে কারণে ট্রেনটি ভাঙ্গা স্টেশন পর্যন্ত পৌঁছাতে পারেনি এখনো।

রেলওয়ে বিভাগের ইঞ্জিনিয়ারিং সেকশনের এসএসএই জিহাদ হোসেন জানান, খবর পেয়েই আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। নাশকতার উদ্দেশ্যে কে বা কারা রেল সড়কের প্রায় ১৫০০টি প্যান্ডেল ক্লিপ খুলে নিয়ে গেছে। আমরা সেটি মেরামতের কাজ করছি।

রাজবাড়ী রেলওয়ে থানার ওসি সোমনাথ বসু জানিয়েছেন, বিষয়টি আমরা জেনেছি আমাদের পুলিশের টিম সেখানে গিয়েছে।

এ প্রসঙ্গে জেলা প্রশাসক মো. কামরুল হাসান তালুকদার বলেন, বিষয়টি আমি জানার পরেই সংশ্লিষ্ট বিভাগকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছি।

উল্লেখ্য, রাত দশটা পর্যন্ত রেল লাইন মেরামতের কাজ চলছিল।

(ঢাকাটাইমস/২১ সেপ্টেম্বর/ইএইচ)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সারাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :