'মুক্তিযোদ্ধাদের মা' আক্তার নেসা মারা গেছেন

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ২২:৪৯

গাজীপুরের ‘বীর মুক্তিযোদ্ধাদের মা’ খ্যাত আক্তার নেসা আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।

রবিবার ভোর ৫টা ২০ মিনিটে নগরের উত্তর ছায়াবিথী এলাকায় নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

আক্তার নেসা গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজের মা। তার স্বামী মৃত ইসমাইল হোসেন বাগমার ছিলেন মহান মুক্তিযুদ্ধের সংগঠক।

তিনি চার ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জোহরের পর জয়দেবপুর রাজবাড়ি মাঠে তার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। আসরের পর শ্রীপুর উপজেলার দমদমা গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। এছাড়া গাজীপুর জেলা, সদর উপজেলা, শ্রীপুর উপজেলা পরিষদ, আওয়ামী লীগসহ বিভিন্ন সমাজিক-সাংস্কৃতিক সংগঠন।

(ঢাকাটাইমস/২৪ সেপ্টেম্বর/ইএইচ)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :