ব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচন: আ.লীগে সাত্তারপুত্র তুষার, চান নৌকার টিকিট

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৭ অক্টোবর ২০২৩, ২৩:৫৬

আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ গ্রহণ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের এমপি সদ্য প্রয়াত উকিল আব্দুস সাত্তারের ছেলে মাঈনুল হাসান তুষার। শনিবার সদস্য পদ নিয়েই তিনি ছুটে যান আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে। সংগ্রহ করেন দলীয় মনোনয়নপত্র। এ ব্যাপারে তুষার জানিয়েছেন নৌকা প্রতীক দেয়ার চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন দলটির সংসদীয় কমিটি। নৌকা প্রতীক পেলে বাবার আসনে জয়লাভের বিষয়ে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

তুষার এ প্রতিবেদককে বলেন, আমি প্রথমে দলটির প্রাথমিক সদস্য পদ গ্রহণ করেছি। পরে নৌকা প্রতীক চেয়ে দলীয় মনোনয়নপত্র উত্তোলনের পর পূরণ করে জমা দিয়েছি। এক প্রশ্নের উত্তরে তুষার বলেন, মার্কা নয়, মানুষ ভোট দিয়েছেন ব্যক্তি উকিল আব্দুস সাত্তার ভূঁইয়াকে। সাত্তার সাহেব চার বার ধানের শীষ নিয়ে নির্বাচিত হয়েছেন। মনে রাখতে হবে তিনি কিন্তু দুইবার স্বতন্ত্র প্রার্থী হয়েও নির্বাচিত হয়েছেন। দল বা মার্কা নয়।

সাত্তার সাহেব মানুষকে সম্মান ও শ্রদ্ধা করতেন। উনার সন্তান হিসেবে এলাকার মানুষজন আমাকেও ভালবাসেন। উপনির্বাচনে প্রয়াত পিতার আদর্শ, সাধারণ মানুষ ও আওয়ামী লীগের নেতা কর্মীদের সহায়তায় নৌকা প্রতীক নিয়ে জয়লাভ করতে পারব।

গত ৩০ সেপ্টেম্বর এমপি উকিল আব্দুস সাত্তার মারা যান। পরে আসনটি শূন্য ঘোষণা করেন নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী আগামী ৫ নভেম্বর এখানে উপনির্বাচন।

(ঢাকাটাইমস/০৭অক্টোবর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :