ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় সেনাবাহিনীর পুরস্কার বিতরণ

নানিয়ারচর (রাঙামাটি) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ অক্টোবর ২০২৩, ১৮:৫৯

রাঙামাটির নানিয়ারচরে স্পোর্টিং ক্লাবের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকালে নানিয়ারচর থানা মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নানিয়ারচর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এস. এম. রুবাইয়াত হুসাইন, পিএসসি।

এ সময় প্রধান অতিথি বিজয়ী দলকে পুরস্কার হিসেবে একটি রঙিন টেলিভিশন প্রদান করেন।

এছাড়াও নির্ভিঘ্নে এবং সুষ্ঠুভাবে বিভিন্ন খেলাধুলা প্রতিযোগিতায় জোনের পক্ষ থেকে সামগ্রিকভাবে সহায়তা প্রদান অব্যাহত থাকবে বলে জোন কমান্ডার আশ্বাস প্রদান করেন।

সেনাবাহিনী আরও জানায়, ‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল ক্রীড়াই জাতির মনোবল’ খেলাধুলার এই মূল মন্ত্রে উজ্জীবিত হয়ে বাংলাদেশ সেনাবাহিনী তথা নানিয়ারচর জোন এলাকার পাহাড়ি জনপদে শান্তি, শৃঙ্খলা ও সম্প্রীতির বন্ধনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

(ঢাকাটাইমস/১৯ অক্টোবর/ইএইচ)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :