জামালপুরে ডাকাত দলের প্রধান গ্রেপ্তার

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ অক্টোবর ২০২৩, ২০:৩২

জামালপুরের ইসলামপুর উপজেলায় ডাকাত দলের প্রধান আব্দুস সাত্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মো. কামরুজ্জামান।

শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে দেওয়ানগঞ্জ উপজেলার হাতীভাঙ্গা ইউনিয়ের দেওয়ানগঞ্জ-ফুলছড়ি (গাইবান্ধা জেলা) সীমান্তবর্তী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আব্দুস সাত্তার ইসলামপুর উপজেলার জিগাতলা এলাকার মৃত মহির উদ্দিন মইনের ছেলে।

জামালপুরের পুলিশ সুপার মো. কামরুজ্জামান সংবাদ সম্মেলনের মাধ্যমে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইসলামপুর থানা পুলিশের একটি দল বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করে এবং তার অবস্থান নিশ্চিত হয়ে ছদ্মবেশে দেওয়ানগঞ্জ উপজেলার হাতীভাঙ্গা ইউনিয়নে দেওয়ানগঞ্জ-ফুলছড়ি সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।

তিনি আরও জানান, গ্রেপ্তার ডাকাত দলের প্রধান আব্দুস সাত্তারের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা, গরু চুরি ও ডাকাতি মামলায় রয়েছে। এছাড়াও ৭টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা মুলতবি রয়েছে।

জামালপুরের পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, গ্রেপ্তার ডাকাত দলের প্রধান আব্দুস সাত্তার যমুনা নদী ও নদীর তীরবর্তী এলাকার মানুষের জন্য আতঙ্কের নাম। তিনি ভাড়াটে খুনি হিসেবে কাজ করতেন বলে জনশ্রুতি রয়েছে।

(ঢাকাটাইমস/২৭ অক্টোবর/ইএইচ)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সারাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :