অভিনেত্রী হিমুর মৃত্যুর পর যা বলছেন সহকর্মীরা

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৩ নভেম্বর ২০২৩, ১২:২১

অকালেই না ফেরার দেশে চলে গেলেন ছোটপর্দার সুপরিচিত অভিনেত্রী হুমায়রা হিমু। বৃহস্পতিবার বিকালে মুহূর্ষ অবস্থায় উত্তরার বাংলাদেশ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। ধারণা করে হচ্ছে, অভিনেত্রী আত্মহত্যা করেছেন।

সিমুর মৃত্যুর খবর শোনার পর বৃহস্পতিবার সন্ধ্যায় বেশ কয়েকজন সহকর্মী তাকে দেখতে ছুটে যান উত্তরার হাসপাতালে। শোক এবং সমবেদনা জানান তার জন্য। যারা যেতে পারেননি, তারা সামাজিক মাধ্যমে জানিয়েছেন তাদের মনের কথা।

প্রসঙ্গত, একই দিন ভোরে মারা যান চলচ্চিত্রের চিত্রগ্রাহক এ আর আজিজ।

এক দিনে দুই সহকর্মীর মৃত্যুর প্রসঙ্গ টেনে অভিনেত্রী জাহারা মিতু লিখেছেন, একই দিনে দুজন মানুষের পরোলোক গমনের খবরে মানসিক এক যন্ত্রণা হচ্ছে। মৃত্যু পরম সত্য, যে সত্য মেনে নেয়া কষ্টের। অনেক কষ্টের।’

অভিনেত্রী শানু লিখেছেন, ‘অভিমানের আচমকা মৃত্যু যখন হলো সেই অভিমানের খবর রেখেছিল কি কেউ, বলো? শুধু মৃত্যুটাই তো এক খবর হলো। রঙের নিষ্ঠুরতার কাছেই যেন আজ বিষাদ খুন হলো! কাছের মানুষের অভিমানের খোঁজ জানাটা, মনের যত্ন নেয়ার সময় এসেছে সবার। এমন অভিমানী মৃত্যু কাম্য নয়, কখনো। হুমায়রা হিমু, অভিমানকে জিতিয়ে দিয়ে কী লাভ হলো? ভাষা নেই কিছু বলার। ভালো থেকো পরপারে।’

অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় হিমুর সঙ্গে এক সাক্ষাৎকার প্রকাশ করে লিখেছেন, ‘হুমায়রা হিমু? এটা কী শুনলাম?’ অভিনেত্রী মনিরা মিঠু শোকবার্তা প্রকাশ করে লিখেছেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুমাইরা হিমু।’

নির্মাতা চয়ানিকা চৌধুরী লিখেছেন, ‘প্রিয় হিমু। যদিও তোমার সাথে অনেকদিন কথা হয়নি, তাও এক বছর হলো। কিন্তু কাজটা তুমি একদম ভালো করোনি। ভীষণ রাগ হচ্ছে। যত যাই হোক, জীবন একটাই আর জীবন সুন্দর। বেঁচে থাকাটা অনেক আনন্দের।’

চয়নিকা আরও লিখেছেন, ‘আসলেই তুমি একটা অন্যায় কাজ করেছো নিজের উপর। একা একা চলে গেলে? নিজে নিজেই? তোমার আশেপাশের মানুষ একদম ভালো ছিল না। তোমাকে বকাও দিয়েছিলাম। আজ মনে হচ্ছে, বকাটা কন্টিনিউ করতাম যদি!’

চিত্রনায়িকা শান্তা পাল লিখেছেন, ‘লাস্ট শো-তে হিমু আপু বলেছিলেন- আম্মু মারা যাওয়ার পর উনি অনেক ডিপ্রেশনের শিকার হন। হিমু আপুর অনেক হ্যালোসিনেশন কাজ করতো। ডিপ্রেশন অনেক মারাত্মক একটা জিনিস, কিন্তু তারপরও মৃত্যু কাম্য নয়।’

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী লিখেছেন, ‘ওপারে ভালো থেকো। কিছু বলার ভাষা নেই।’

অভিনেতা সিদ্দিক লিখেছেন, ‘অভিনেত্রী হুমায়রা হিমু আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’ অভিনেত্রী রুনা খান লিখেছেন, ‘হিমু, তোমার আত্মার শান্তি কামনা করি।’

অভিনেতা টুটুল চৌধুরী লিখেছেন, ‘হুমায়রা হিমু, আত্মহত্যা তোমার কাজ নয়। আমি মোটেও বিশ্বাস করি না। বিশদ তদন্ত প্রত্যাশিত।’

বৃহস্পতিবার হিমুর মৃত্যুর পর আটক করা হয়েছে মিহি নামে এক মেকাপম্যানকে। তিনি হিমুর পালিত ভাই ছিলেন বলে জানা গেছে। অভিনেত্রীর সঙ্গে থাকতেনও একই বাসায়। তবে পলাতক রয়েছে হিমুর কথিত প্রেমিক উরফি জিয়া।

বিভিন্ন সূত্র মারফত ঢাকা টাইমস জানতে পেরেছে, কথিত এই প্রেমিকের সঙ্গে মনোমালিন্যের জেরেই হিমু গলায় ফাঁস দেন। এরপর মিহি আর জিয়া মিলে তাকে হাসপাতালে নিলেও শেষরক্ষা হয়নি। ঘটনার পর থেকে হিমুর প্রেমিক পলাতক।

(ঢাকা টাইমস/০৩নভেম্বর/এজে)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :