সড়ক দুর্ঘটনায় সাত জেলায় নিহত ১৫

ঢাকা টাইমস ডেস্ক
| আপডেট : ২৫ নভেম্বর ২০২৩, ২৩:৪৪ | প্রকাশিত : ২৫ নভেম্বর ২০২৩, ২৩:৩৮

দেশের সাত জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়েছেন। শনিবার এসব দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে রাজশাহীতে পাঁচজন, ফেনীতে দুজন, চট্টগ্রামে তিনজন, সাতক্ষীরায় দুজন, ফিরোজপুরে একজন মানিকগঞ্জে একজন ও লালমনিরহাটে একজন নিহত হয়েছেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে ট্রকের ধাক্কায় অটোরিকশা চালকসহ ৫ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ৫ জন। এরমধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার বেলা ৩টার দিকে রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র জামিরুল ইসলাম জানান, রাজশাহী-ঢাকা মহাসড়কে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। আহত হন আরও পাঁচজন। আহতদেরকে রামেক হাসপাতালে নিয়ে গেলে তিনজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান।

ফেনী প্রতিনিধি: ফেনীর ফুলগাজীতে পিকআপ ভ্যানের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে শিশুসহ দুজন নিহত হয়েছেন।

নিহতরা হলেন অটোরিকশাচালক ফুলগাজীর আমজাদহাট ইউনিয়নের পেনাপুষ্করণী গ্রামের মৃত নূরুল হকের ছেলে সাইফুল ইসলাম (২৫) ও কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া এলাকার আকরাম হোসেনের ছেলে মো. আনাস (১)।

শনিবার সকালে উপজেলার আমজাদহাট-ফুলগাজী সড়কের মনিপুর শনিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত শিশুটির বাবা, মা ও নানা আহত হয়েছেন। হতাহতরা সকলেই অটোরিকশার যাত্রী ছিলেন।

মিরসরাই প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে নিয়ন্ত্রণ হারানো একটি লরির চাপায় তিন শ্রমিক নিহত হয়েছেন। শনিবার সকাল ৮টায় উপজেলার বিসিক রোড়ের মাথায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পাবনার সুজানগর উপজেলার সৈখেতুপাড়া এলাকার মো. আবুল কালামের ছেলে মো. আলমগীর হোসেন (৪৫) ও একই উপজেলার রায়পুর এলাকার মালেক ব্যাপারীর ছেলে শফিকুল ইসলাম (৪২) এবং ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার আন্দিদিল এলাকার হুমায়ুন কবিরের ছেলে মাসুদ মিয়া (৩৫)। নিহতরা সকলেই গ্যাসলাইন নির্মাণ শ্রমিক ছিলেন। দুর্ঘটনায় তাঁদের সঙ্গে থাকা অজ্ঞাতনামা আরও এক ব্যক্তি আহত হয়েছেন।

অবস্থা গুরুতর হওয়ায় আহত শ্রমিককে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় প্রাইভেট কার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ভারতীয় প্রকৌশলী ও তাঁর স্ত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রাইভেট কারের চালক। শনিবার সকাল ৮টার দিকে সাতক্ষীরার ৩৩ বিজিবি ক্যাম্পের প্রধান ফটকের সামনে সাতক্ষীরা-খুলনা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন অসীম কুমার বিশ্বাস (৬০) ও তাঁর স্ত্রী ছবি বিশ্বাস (৪৯)। তাঁদের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে। আহত প্রাইভেট কার চালক মো. রফিকুল ইসলাম ওরফে সজীব (৩০) খুলনার দীঘলিয়া এলাকার বাসিন্দা।

সাতক্ষীরা কাটিয়া ফাঁড়ির পরিদর্শক উত্তম মিত্র বলেন, নিহত অসীম কুমার বিশ্বাস নির্মানাধীন খুলনা-মোংলা রেললাইন প্রকল্পের প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।

নেছারাবাদ প্রতিনিধি: পিরোজপুরের নেছারাবাদে ইজিবাইকের চাপায় মিনতি রানী সিকদার (৫০) নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার সকালে উপজেলার ইন্দেরহাট-দৈহারী সড়কের বেলেডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিনতি রানী সিকদার নেছারাবাদ উপজেলার ছৈলাবুনিয়া গ্রামের রামকৃষ্ণ সিকদারের স্ত্রী।

তিনি উপজেলার দৈহারী ইউনিয়নে দরিদ্রদের জন্য ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচির শ্রমিক ছিলেন।

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের শিবালয়ে ট্রাকচাপায় রফিকুল ইসলাম (৬০) নামে এক পথচারী নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার পাটুরিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত রফিকুল ইসলাম কুষ্টিয়ার কুমারখালী উপজেলার খোরশেদপুর এলাকার মৃত মুনশী কমর উদ্দিনের ছেলে।

শিবালয়ের বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আনোয়ার হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জে অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে আবিজ উদ্দিন মুন্সি (৬০) নামে এক মসজিদের ইমাম মারা গেছেন। শনিবার বিকালে উপজেলার কাকিনা ইউনিয়নের সিরাজুল মার্কেট এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত আবিজ উদ্দিন উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের বেতগাড়ী এলাকার বাসিন্দা। তিনি বেতগাড়ী বাইতুন নাজাত জামে মসজিদের ইমাম ছিলেন।

আবিজ উদ্দিন রংপুর শহরে ব্যক্তিগত কাজ শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার সময় দুর্ঘটনায় শিকার হন বলে জানিয়েছে তার স্বজনরা।

(ঢাকাটাইমস/২৫নভেম্বর/পিএস/কেএম)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :