জামালপুরে শীতার্তদের মাঝে পুনাকের শীতবস্ত্র বিতরণ

জামালপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৭ ডিসেম্বর ২০২৩, ২১:৪৩

জামালপুরে পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয় সভাকক্ষে দরিদ্র শিক্ষার্থী অসহায় দরিদ্রদের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

জামালপুর পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী সানজিদা হক মৌর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. কামরুজ্জামান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, পুনাক সমাজের দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি বৃহত্তর পরিসরে দেশের নারী সমাজের ক্ষমতায়ন উন্নয়নে অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা রেখে আসছে। পুলিশ কর্মকর্তাদের সহযোগিতায় পুনাক আত্মমানবতার সেবায় সামাজিক কর্মকান্ডে কাজ করে যাচ্ছে। মানবতার কল্যাণে সংগঠনটি যেসব কর্মসূচি গ্রহণ করছে তা সত্যিই প্রশংসনীয়।

সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. সোহেল মাহমুদসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/০৭ডিসেম্বর/পিএস)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সারাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :