ঢাকাসহ সারা দেশে ১৫২ প্লাটুন বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১২ ডিসেম্বর ২০২৩, ১০:১৭

দেশজুড়ে চলছে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ১১ দফার ৩৬ ঘণ্টার অবরোধ কর্মসূচি। তারই জেরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সারা দেশে ১৫২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার সকালে ঢাকা টাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) শরিফুল ইসলাম।

তিনি জানান, ঢাকা ও আশপাশের জেলায় ১৮ প্লাটুনসহ সারা দেশে ১৫২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার সকাল ৬টা থেকে শুরু হয়েছে বিএনপি ও সমমনা দলগুলোর ৩৬ ঘণ্টার অবরোধ। এ কর্মসূচির আগের দিন দুপুর থেকে রাত পর্যন্ত মাত্র ৯ ঘণ্টায় পাঁচটি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

এই নিয়ে গত ২৮ অক্টোবরের পর থেকে এ পর্যন্ত সারা দেশে তিন শতাধিক যানবাহন ও স্থাপনায় অগ্নিসংযোগ করা হয়েছে। রক্ষা পায়নি রোগী বহনকারী অ্যাম্বুলেন্সও।

এদিকে, ৩৬ ঘণ্টা অবরোধের প্রথম দিন সকাল থেকে রাজধানীতে যানবাহন চলাচল প্রায় স্বাভাবিক। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা পুরোপুরি স্বাভাবিক হবে বলে মনে করা হচ্ছে।

(ঢাকাটাইমস/১২ডিসেম্বর/এজে)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :