হবিগঞ্জে ৯ ডাকাত গ্রেপ্তার, লুণ্ঠিত মালামাল উদ্ধার 

হবিগঞ্জ, প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৭ ডিসেম্বর ২০২৩, ১১:৪০

হবিগঞ্জের মাধবপুরে গাড়ির গতিরোধ করে ডাকাতির ঘটনায় জড়িত ৯ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে মোবাইল ফোন, নগদ টাকা ও লুণ্ঠিত মালামালসহ ডাকাতিতে ব্যবহৃত ধারালো অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে।

শনিবার রাতে মাধবপুর উপজেলার বিভিন্ন স্থান থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, এমদাদুল হক মিলন (৩৮), নাজমুল হক (৩১), হৃদয় মিয়া (২৮), স্বপন মিয়া (২১), শাব্বাস মিয়া (২০), মো. রমজান (৩২), রুবেল মিয়া (২৫), শামিম হোসেন ইমরান (২১) ও কামাল মিয়া (২৭)।

পুলিশ সুপার আক্তার হোসেন জানান, ১২ ডিসেম্বর রাতে চন্ডিছড়া চা বাগানের ডিজিএম কেএম এমদাদুল হক স্ত্রী-সন্তানদের নিয়ে তেলিয়াপাড়া চা বাগানের বাংলোতে বেড়াতে যাওয়ার সময় রাত সোয়া ১০টার দিকে তেলিয়াপাড়া চা বাগানের রাস্তায় পৌঁছালে ১৫/১৬ জনের একদল দুর্বৃত্ত তাদের গাড়ির গতিরোধ করে। এসময় অস্ত্রের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে দুটি স্মার্টফোন, দুটি বাটন মোবাইল ফোন, নগদ ১০ হাজার টাকা, এক ভরি স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়া হয়। পরে আরও একটি প্রাইভেটকার, একটি মোটরসাইকেল ও একটি সিএনজি অটোরিকশা থামিয়ে যাত্রীদের নিকট থেকে ছয়টি মোবাইল ও নগদ এক লাখ ২৬ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয়।

এ ঘটনায় কেএম এমদাদুল হকের গাড়িচালক মো. রমজান আলী বাদী হয়ে মাধবপুর থানায় একটি অভিযোগ দেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের কাছে থেকে দুটি স্মার্টফোন, একটি বাটন মোবাইল ও পাঁচ হাজার ৬৫০ টাকা উদ্ধারসহ ডাকাতির কাজে ব্যবহৃত গাছ কাটার করাত এবং ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

এর আগে র‌্যাব-৯ সিলেটের একটি টিম অভিযান চালিয়ে ওই ঘটনায় জড়িত তিনজনকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেপ্তার করে।

(ঢাকাটাইমস/১৭ডিসেম্বর/পিএস)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সারাদেশ এর সর্বশেষ

হরিরামপুর উপজেলা নির্বাচন: সম্পদে ছাত্রলীগ নেতা, মামলায় এগিয়ে বহিষ্কৃত বিএনপি নেতা

তরুণীকে ধর্মান্তরিত করে বিয়ে করে স্ত্রীর মর্যাদা না দেওয়ায় স্বামী জেলহাজতে

সরাইলে অটোরিকশা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

গজারিয়া নিখোঁজের দুই দিন পর নদী থেকে যুবকের লাশ উদ্ধার 

কোম্পানীগঞ্জে ইউপি সদস্য পদে উপনির্বাচন  সম্পন্ন

গজারিয়ায় ডাকাত রাসেল গ্রেপ্তার 

রাষ্ট্রের সকল জনগণের ন্যায় বিচার পাওয়ার অধিকার রয়েছে: আমু 

অসুস্থ বাবাকে দেখতে চাওয়ায় স্ত্রীকে খুন করলো স্বামী

সিরাজদিখানে তীব্র গরমে শ্রেণিকক্ষে অসুস্থ ৬ শিক্ষার্থী 

পটুয়াখালীতে খালে ভেসে এলো অচেনা বস্তু, ধারণা ‘টর্পেডো’

এই বিভাগের সব খবর

শিরোনাম :