নির্বাচনের নাটকে কে কত ভোট পাবে তা নির্ধারণ হয়ে গেছে: ড. মঈন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৩, ১৯:১৮ | প্রকাশিত : ২৩ ডিসেম্বর ২০২৩, ১৯:১১

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, আগামী ৭ জানুয়ারির নির্বাচনে একটি নাটক মঞ্চায়িত হবেফলাফল তৈরি হয়ে আছে, সেদিন শুধু ঘোষণা করা হবেদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোন আসনে কোন প্রার্থী কত ভোট পাবে সেটিও নির্ধারণ হয়ে গেছে

শনিবার বিকালে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে ইউনাইটেড লইয়ার্স ফ্রন্ট আয়োজিত নির্বাসিত গণতন্ত্র ও বিপন্ন মানবাধিকারশীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন

মঈন খান বলেন, আগামী ৭ জানুয়ারি কিসের নির্বাচন হবে? গত ৩০ নভেম্বর ভোট ভাগাভাগি হয়ে গেছেনির্বাচনের ফলাফলও সরকারের হেডকোয়ার্টারে নির্ধারণ হয়ে গেছে

তিনি বলেন, এ নির্বাচন নিয়ে কোনো আলোচনার প্রয়োজন নেইএ নির্বাচন নিয়ে সরকারের ভোট ভাগাভাগি এমন পর্যায়ে গেছে, তাদের লজ্জা বলতে আর কিছু অবশিষ্ট নেই

এ থেকে উত্তরণের জন্য আমরা যে যেখানে আছি, যেভাবে পারি এ সরকারের অপকর্মের প্রতিবাদ করতে হবে, এ সরকারের অপকর্মের বাধা দিতে হবে এবং এ সরকারকে অপসারণ করে সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য অন্য একটি সরকার প্রতিষ্ঠা করবো

ড. আব্দুল মঈন খান আরও বলেন, দেশের মানুষ ধন-সম্পদ চায় নাতারা পাঁচ বছর পর পর একদিন ভোটকেন্দ্রে গিয়ে নিজের ইচ্ছেমতো ভোট দিতে চায়এটাই হচ্ছে মানুষের মৌলিক অধিকারএ অধিকার যদি আমরা জনগণের হাতে ফিরিয়ে দিতে না পারি, তাহলে আমরা যা কিছু বলছি, যা কিছু করছি সব অর্থহীন হয়ে যাবেআসুন আমরা এ সরকারকে অপসারণ করে দেশের মানুষের ভোটের মৌলিক অধিকার এবং গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে আমাদের আন্দোলনকে ঐক্যবদ্ধভাবে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাই

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, বর্তমান ফ্যাসিস্ট বাকশালী সরকারকে অপসারণ করে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার যে আন্দোলন-সংগ্রাম, সেই সংগ্রামে আমরা রাজপথে আছিপাশাপাশি এ বিষয়ে আলোচনা, সেমিনার, মানুষকে উদ্বুদ্ধ করার কাজগুলো করতে হবেপ্রতিটি আন্দোলনের যেসব পন্থা আছে, সেই পন্থায় আমাদের এ স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আরোপ করতে হবেআমরা সেমিনার করবো, রাজপথে প্রতিবাদ করবো, সরকারের সমালোচনা করবো, প্রয়োজনে সরকারকে বিদায়ের রাস্তা দেখিয়ে দেবোকোনো কাজেই আমরা পিছিয়ে থাকবো না

তিনি বলেন, আমরা এদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে চাইগণতন্ত্র একটি শান্তিপূর্ণ প্রক্রিয়াগণতন্ত্রের ভেতরে কোথাও সংঘাতের সুযোগ নেইএখানে ভিন্নমতকে সুযোগ দিতে হবেসেই ভিন্নমত প্রকাশের পর যে মতটি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে, সেটাকে আমরা সমর্থন করবোএটাই হচ্ছে গণতন্ত্রআমরা যদি এদেশে গণতন্ত্র অর্জন করতে চাই, যে গণতন্ত্র হচ্ছে একটি শান্তিপূর্ণ পদ্ধতি, সেই পদ্ধতি আমাদের শান্তিপূর্ণ প্রক্রিয়ায় অর্জন করতে হবে, অন্য কোনো প্রক্রিয়ায় নয়তবে এমন সময় আসতে পারে, এমন প্রয়োজন হতে পারে যখন এ প্রক্রিয়া (শান্তিপূর্ণ প্রক্রিয়া) যদি যথেষ্ট না হয়, তাহলে অন্যান্য প্রক্রিয়া ব্যবহার হতে পারেএটা আমরা পৃথিবীর ইতিহাসে দেখেছিআমি আশা করি, বর্তমান সরকার দেশের মানুষকে সেই পর্যায়ে ঠেলে দেবে না

বিএনপির এ নেতা বলেন, আমরা অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়েছিএ অসহযোগ আন্দোলন নিয়ে আলোচনা হয়েছে মানুষের মধ্যেআমরা একটি প্রস্তাব দিয়েছি বলে কেউ এর সমালোচনা করবে না, আমি সেটা চিন্তা করি নাকেউ সমালোচনা করলে আমি সেটার জবাব দেওয়ার চেষ্টা করবোশেষে যে মতটি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে, সেটিই বিজয়ী হবেএটাই গণতন্ত্রের ভাষা, পদ্ধতি

অসহযোগ আন্দোলনে বিএনপি পাঁচটি দফা বা ইস্যু দিয়েছে জানিয়ে তিনি বলেন, এর মধ্যে সবচেয়ে প্রথম কথা হলো, এ নির্বাচন বর্জন করুনআমি বলতে চাই, শুধু নির্বাচনকে নয়, এ সরকারকেও বর্জন করুন

ইউনাইটেড লইয়ার্স ফ্রন্টের আহ্বায়ক অ্যাডভোকেট জয়নুল আবেদীনের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, সাংবাদিক ও কলামিস্ট আব্দুল আজিজ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, গণফোরামের সভাপতি সুব্রত চৌধুরী, গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর প্রমুখ

(ঢাকাটাইমস/২৩ডিসেম্বর/জেবি/এসআইএস)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

বিএনপি নেতা আবু আশফাককে কারাগারে পাঠানোর ঘটনায় মহাসচিবের উদ্বেগ

ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে ১২ দলীয় জোটের শোক

শফিউল আলম প্রধানের ৭ম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার

ইশরাকের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ

ঢাকা জেলা বিএনপির সভাপতি আবু আশফাকের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

খালেদা জিয়াকে মুক্ত করে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে: ফারুক

দেশের আর্থিক খাতে যেকোনো সময় ভয়ংকর ক্র্যাশ ল্যান্ডিং হতে পারে: রিজভী 

ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে অটোরিকশা বন্ধ অমানবিক: বাংলাদেশ ন্যাপ 

অটোরিকশাচালকদের ওপর সরকার স্টিম রোলার চালাচ্ছে: রিজভী 

এই বিভাগের সব খবর

শিরোনাম :