বরিশাল-৪: পংকজ নাথের ঈগল প্রতীকের পক্ষে গণজোয়ার

মেহেন্দিগঞ্জ (বরিশাল) প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৩, ১৮:২১ | প্রকাশিত : ২৬ ডিসেম্বর ২০২৩, ১৭:২৬

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের পর থেকে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বরিশাল-৪ আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী পংকজ দেবনাথ।

সোমবার দিনভর মেহেন্দিগঞ্জ উপজেলার দড়িরচর খাজুরিয়া, আন্ধারমানিক ও জয়নগর ইউনিয়নের বিভিন্ন বাজারে ব্যাপক গণসংযোগ করেন পংকজ দেবনাথ।

উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে ঈগল প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়। এলাকার মানুষ ঈগল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে স্লোগানে-স্লোগানে মুখরিত করে তোলে গোটা এলাকা।

এছাড়াও গণসংযোগকালে উপজেলার দড়িচর খাজুরিয়ায় ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আঃ সালাম দেওয়ানের সভাপতিত্বে পথসভার পাশাপাশি উঠান বৈঠক, ১৫নং জয়নগরে ইউপি চেয়ারম্যান মনির হাওলাদারের সভাপতিত্বে পথসভা করেন পংকজনাথ।

একইদিন সন্ধ্যায় আন্ধারমানিক ইউনিয়নে উঠান বৈঠক করেন তিনি।

ইউনিয়নের প্রত্যন্ত গ্রামে ঘুরে কুশল বিনিময়ের পাশাপাশি ভোটারদের কাছে ঈগল প্রতীকে ভোট প্রার্থনা করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন সাবেক আওয়ামী লীগ নৌকার প্রার্থী মেজর (অব.) মহসীন শিকদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর ইউনিয়ন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন আহমেদ, বাংলাদেশ কৃষক লীগ সদস্য ও মেহেন্দিগঞ্জ আ.লীগ সম্পাদকমণ্ডলী সদস্য অ্যাডভোকেট দেলোয়ার হোসেন দিলু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোমানা আক্তার, সাবেক ছাত্রনেতা সালাউদ্দীন বেপারী, কাউন্সিলর সোহেল মোল্লা, উপজেলা সাবেক স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক কে এম এস সুমন ফরাজি, কাজিরহাট থানা আ.লীগ সহ-সভাপতি অ্যাড. ড. মাহমুদ বিশ্বাস, ইউপি চেয়ারম্যান মোস্তফা রাড়ি, মোশারেফ হোসেন সাখাওয়াতসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

(ঢাকাটাইমস/২৬ডিসেম্বর/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :