আশুলিয়ায় স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে মারধর, থানায় অভিযোগ 

সাভার (ঢাকা) প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৬ ডিসেম্বর ২০২৩, ১৯:৫৬
স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ সাইফুল ইসলাম।

ঢাকা-১৯ আসনে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ সাইফুল ইসলামের এক কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে নৌকার সমর্থকদের বিরুদ্ধে। এ ঘটনায় আশুলিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মো. সিরাজুল ইসলাম।

মঙ্গলবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ। এর আগে সোমবার দিবাগত গভীর রাতে আশুলিয়ার জামগড়া গোরাট এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্তরা হলেন আশুলিয়ার জামগড়া গোরাট এলাকার সাহাবুদ্দিন মাদবরের ছেলে মো.আরিফসহ অজ্ঞাতনামা আরও ৭-৮ জন।

আহত মো. সিরাজুল ইসলাম বলেন, 'আমি সাইফুল ইসলামের সমর্থক। সকালে আশুলিয়ার গোরাট এলাকায় কর্মীদের সঙ্গে নিয়ে পোস্টার লাগানোর সময় নৌকা প্রতীকের সমর্থক আরিফ মাদবর ও তার সাত থেকে আটজন সহযোগী মিলে আমাকে মারধর করে এবং পোস্টার ছিড়ে ফেলে।' 'একইসঙ্গে এই এলাকায় পুনরায় পোস্টার লাগাতে দেখলে আমাদের হত্যা করা হবে বলেও হুমকি দেয়।

তবে অভিযোগের বিষয়টি অস্বীকার করে নৌকার সমর্থক আরিফ মাদবর বলেন, 'অভিযোগটি মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।'

এ ব্যাপারে আশুলিয়া থানার ওসি এফ এম সায়েদ বলেন, বিষয়টি নিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে। ভুক্তভোগীদের নির্বাচন অফিসে অভিযোগ করতে বলা হয়েছে। নির্বাচন কমিশন অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।

(ঢাকাটাইমস/২৬ডিসেস্বর/প্রতিনিধি/পিএস)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সারাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :