শেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক গ্রেপ্তার ৮

শেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ জানুয়ারি ২০২৪, ২২:৪৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘ডামি নির্বাচন’ আখ্যা দিয়ে বিএনপির লিফলেট বিতরণ ও নাশকতা পরিকল্পনার অভিযোগে শেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলীসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার বিকালে সদর উপজেলার জঙ্গলদি থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

শেরপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রভাষক মামুনুর রশিদ পলাশ বলেন, এই পাতানো নির্বাচনে সাধারণ জনগণ যেন ভোট না দেয় সেই প্রচারণা জন্য আমরা লিফলেট বিতরণের প্রস্তুতি নিচ্ছিলাম। কিন্তু তার আগেই জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হযরত আলীসহ আটজনকে আটক করে পুলিশ।

তিনি আরও বলেন, আমাদের কাছে কোন ককটেল-ফকটেল ছিল না, আমাদের হাতে লিফলেট ছাড়া কিছুই ছিল না। আর ককটেল কি এতোই সহজ কথা। আমাদের কাজ হলো সাধারণ মানুষকে এই ‘ডামি’ নির্বাচন থেকে বিমুখ করা। সহিংসতা করা আমাদের কাজ না, পুলিশ আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে মামলা দিচ্ছে।’

এ ঘটনায় সদ্য পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. খোরশেদ আলম বলেন, এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

(ঢাকাটাইমস/০২জানুয়ারি/ইএইচ)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সারাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :