কক্সবাজারে বাস-কাভার্ডভ্যানের সংঘর্ষে ৩ জন নিহত

কক্সবাজার প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:০৫ | প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৩১

কক্সবাজারে চকরিয়ায় বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে চকরিয়া হারবাং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পালাকাটা ২নম্বর ওয়ার্ড এলাকার আব্দুল আলীর মেয়ে রুবিদা আক্তার (২৬), চন্দনাইশের হাশিমপুর এলাকার কবির আহমেদের ছেলে বশির মিয়া (৩৫) ও লোহাগাড়া হামজারপাড়া এলাকার মৃত নুরুল মেস্ত্রীর ছেলে আব্দু শুক্কুর মুন্না (৪৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।

তিনি বলেন, কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী ঈগল পরিবহন নামক একটি বাস ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই দুজন নিহত হন। পরে আহত একজনের মৃত্যু হয়েছে। আরও ৩ জন আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য পার্শ্ববর্তী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত পরিবহন দুটি জব্দ করা হয়েছে।

চিরিংগা হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে এবং তাদের পরিবারের কাছে খবর পাঠানো হয়েছে। আহতদের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। (ঢাকা টাইমস/০৮ফেব্রুয়ারি/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :