স্কুল ড্রেসের জন্য ছাত্রীর আত্মহত্যা, জমিতে মিললো বৃদ্ধের লাশ

​​​​​​​নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ২০:১৬
অ- অ+

নওগাঁর নিয়ামতপুরে স্কুল ড্রেস কিনতে টাকা না দেওয়ায় অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে নদী রানী নামে ষষ্ঠ শ্রেণি পড়ুয়া এক শিক্ষার্থী।

বুধবার দুপুরে উপজেলা সদরের দেওয়ানপাড়া আম বাগানে এ ঘটনা ঘটে। নদী রানী উপজেলার সদর ইউনিয়নের সাংশৈল মহাপাড়া গ্রামের রাখাল দাসের মেয়ে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, নদী রানী সাংশৈল আদিবাসী স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। আগে থেকেই বিভিন্ন বিষয় নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। বছর খানেক আগেও আত্মহত্যার চেষ্টা করেছিল। গত ১২ ফেব্রুয়ারি স্কুলের নতুন ড্রেস কেনার জন্য বায়না ধরে। পরিবারের সদস্যদের কাছে টাকা না থাকায় পরে কিনে দেওয়ার কথা বলে। তবে সঠিক কী কারণে এমন ঘটনা ঘটেছে তা বলা যাচ্ছে না।

এদিকে উপজেলার হাজিনগর ইউনিয়নের কুশমইল গ্রামে পতিত জমি থেকে দাউদ আলী (৪৮) নামে মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত দাউদ আলী পোরশা উপজেলার ঘাটনগর ইউনিয়নের বাংধারা গ্রামের বাসিন্দা।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম বলেন, দুটি ঘটনায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/১৫ফেব্রুয়ারি/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ছোট পোশাক তারাই পরবে, যাদের মানায়: সিদ্দিকের প্রাক্তন স্ত্রী মিম
ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি লিটন গ্রেপ্তার
নিজ স্বার্থে সীমান্তের ওপারে যোগাযোগ রাখবে বাংলাদেশ, কে কী বলল যায় আসে না: নিরাপত্তা উপদেষ্টা
বাংলাদেশের হয়ে খেলতে ফিফার অনুমতি পেলেন সামিত সোম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা