মহেশপুরে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে যুবক নিহত

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:৪৯

ঝিনাইদহের মহেশপুরে বিদ্যুতের মেইন লাইনের তার ছিঁড়ে রাস্তায় পড়ে বিদ্যুতায়িত হয়ে খোকন সেন (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন মো. তানজিল হোসেন (১৪ ) নামে এক কিশোর। তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে উপজেলা সদরের কলেজ বাস স্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত খোকন উপজেলার ফতেপুর ইউনিয়নের ফতেপুর মিস্ত্রী পাড়ার মৃত দুলাল মজুমদারের ছেলে। আহত তানজিল মহেশপুর পৌরসভার বেগমপুর গ্রামের আমিনুর রহমানের ছেলে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বিকালে শহরের কলেজ বাসস্ট্যান্ডে কাজ করছিলেন কাঠমিস্ত্রি খোকন সেন। এসময় রাস্তার পাশে থাকা বিদ্যুতের মেইন পিলারের তার ছিঁড়ে তার গায়ের উপর পড়ে আগুন ধরে যায়। এতে বিদ্যুতায়িত হয়ে ও আগুনে পুড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত হয় কিশোর তানজিল। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

আহত তানজিলকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর জেনারেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক।

(ঢাকাটাইমস/১৫ফেব্রুয়ারি/প্রতিনিধি/পিএস)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সারাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :