ব্রাহ্মণবাড়িয়ায় শিশু ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:১৮| আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৫২
অ- অ+
অভিযুক্ত রিফাত ( ছবি: সংগৃহীত)।

ব্রাহ্মণবাড়িয়ায় চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে বছরের এক শিশুকন্যাকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে রিফাত (২৭) নামে এক যুবকের বিরুদ্ধে।

ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার মেড্ডা তিতাসপাড়া এলাকায় ঘটনা ঘটে। পুলিশ অভিযুক্ত রিফাতকে গ্রেপ্তার করেছে।

স্থানীয় সূত্র পুলিশ জানায়, শিশুটির বাবা রিকশাচালক মা গৃহপরিচারিকা। তারা তিতাস পাড়ায় ভাড়া বাসায় বসবাস করেন। রিফাত তাদের প্রতিবেশী। গত বৃহস্পতিবার বিকালে গণশিক্ষা কার্যক্রমে পড়াশোনা করে বাসায় ফিরে ওই শিশু। তখন তার বাবা-মা বাসায় না থাকার সুযোগে সন্ধ্যায় প্রতিবেশী রিফাত ওই শিশুটিকে চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে নিয়ে যায় এবং তাকে ধর্ষণ করে। মা বাসায় এলে শিশুটি পেট ব্যথার কথা জানায়। কিন্তু কেন ব্যথা বিষয়ে সে কিছু বলছিল না। অবস্থায় শিশুটির মা তাকে মারধরও করে। কিন্তু ব্যথা বন্ধ না হলে শিশুটিকে গ্যাস্ট্রিকের ওষুধ খেতে দেওয়া হয়। এক পর্যায়ে শিশুটি তার মাকে ঘটনা খুলে বলে।

এদিকে শুক্রবার সকালে শিশুটির গোপনাঙ্গে রক্তক্ষরণ শুরু হলে দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় শুক্রবার বিকালে পুলিশ মেড্ডা এলাকা থেকে রিফাতকে গ্রেপ্তার করে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. আইয়ুব আলী শুক্রবার রাত সাড়ে আটটার দিকে বলেন, খবর পেয়ে আমরা অভিযুক্ত রিফাতকে গ্রেপ্তার করেছি। ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের এক চিকিৎসক জানান, শিশুটিকে ধর্ষণ করা হয়েছে বলে প্রাথমিকভাবে আলামত পাওয়া গেছে।

(ঢাকাটাইমস/২৪ফেব্রুয়ারি/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাক সেনাপ্রধানকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন, উত্তেজনা কমানোর উপায় খুঁজতে দুপক্ষকে আহ্বান
আ.লীগ নিষিদ্ধসহ তিন দফা দাবি: শাহবাগে দ্বিতীয় দিনের মতো চলছে বিক্ষোভ
পাকিস্তানের গোলাবর্ষণে ভারতীয় কর্মকর্তার মৃত্যু
বরেণ্য সংগীতশিল্পী মুস্তাফা জামান আব্বাসী আর নেই
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা